মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

ভৈরবে আ. লীগের কার্যালয়কে জামে মসজিদে রূপান্তর, জোহরের নামাজ আদায়

কিশোরগঞ্জ প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব বাজার এলাকায় হলুদ-পট্টিতে অবস্থিত উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়টির মূল ফটকে মুসলিমের প্রথম খলিফার নামে জামে মসজিদের জন্য সাইনবোর্ড টাঙানো হয়েছে।

গেলো বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সাথে সাথে আওয়ামী লীগের কার্যালয়টিকে ছাত্র জনতা ভাঙচুর করের আগুন লাগিয়ে দেয়, সেই থেকে এখন পর্যন্ত ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে উক্ত পরিত্যক্ত কার্যালয় টি প্রধান ফটক এর সামনে একটি বড় ব্যানারে এই মসজিদের নামকরণসহ টাঙ্গানো হয়। স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি মসজিদের রূপান্তরিত হতে যাচ্ছে এই সংক্রান্ত ছবি সহ একটি পোস্ট ফেসবুকে দেওয়া হয়।

মুহূর্তের মধ্যেই ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনরা ওই পেইজের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের মন্তব্য প্রদান করতে থাকে।

ভৈরব জেলা বাস্তবায়ন অনলাইন ফোরাম নামক ফেসবুক পেইজে ছবি সম্মিলিত একটি পোস্টে উক্ত পরিত্যক্ত কার্যালয়টির মূল ফটকে, হযরত আবু বক্কর সিদ্দিক( রা:) জামে মসজিদ লেখা সম্মিলিত একটি সাইনবোর্ড আঠা দিয়ে লাগানো অবস্থায় দেখা যায়। পরবর্তীতে উক্ত স্থানে নামাজ ও আদায় করা হয়। তবে কারা উক্ত বোর্ড লাগিয়ে পরিত্যক্ত ভবনে নামাজ আদায় করেছে সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

তবে একটি সূত্র থেকে জানা যায়, স্থানীয় মরিচ হলুদ ডাল পটটির ব্যবসায়ীরা হয়তো এই উদ্যোগ নিতে পারে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আরিফুল হক জয় জানান, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। যেহেতু মসজিদের বিষয় সেহেতু স্থানীয় আলেম-ওলামাদের এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে মসজিদের সিদ্ধান্ত নিতে পারলে ভাল হতো। তবে এ বিষয়ে আমাদের দলীয় ফোরামে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে প্রতিক্রিয়া জানানো হবে।

বাংলাদেশ জামায়েত ইসলামের ভৈরব উপজেলা শাখার আমির মাওলানা করির হোসেন জানান, ফেসবুকে আমি দেখেছি, যেহেতু বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এছাড়া উক্ত জায়গাটি যাতে বেদখল না হয়ে যায়, সেই জন্য আওয়ামী লীগের কেউ এ কাজটি করে থাকতে পারে।

ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে, তিনি ফেস দ্যা পিপলকে জানান, বিষয়টি আমি শুনেছি। মসজিদ বিষয়ে সকল সিদ্ধান্ত দেওয়ার মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমি শুনেছি, আমি উক্ত দলীয় কার্যালয়ের আশেপাশের ব্যবসায়ীদের সাথে কথা বলব, তাছাড়া আমি যতটুকু জানতে পেরেছি উক্ত জায়গাটি রাষ্ট্রীয় মালিকানা সম্পত্তি, বর্তমানে জায়গাটি কার নামে লীজ দেওয়া আছে আমি জানি না, সকল কাগজপত্র দেখে যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হযরত আবু বকর সিদ্দিক (রা:) মুসলিম বিশ্বের একজন আরব রাজনৈতিক ও ধর্মীয় নেতা যিনি রাশিদুন খিলাফত প্রতিষ্ঠা করেন এবং ৬৩২ সাল থেকে ৬৩৪ সাল তার মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের প্রথম খলিফা হিসেবে শাসন করেন। তিনি ছিলেন ইসলামের নবী হযরত মুহাম্মাদ (সা:) এর সবচেয়ে বিশিষ্ট সঙ্গী ও শ্বশুর।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই- এমন মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১৩ মে) এক বিবৃতিতে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এমনটা জানান।...

নারীবিদ্বেষী আচরণের অভিযোগে নোবিপ্রবির সহ-সমন্বয়ককে বয়কটের ডাক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহ-সমন্বয়ক এবং বৈছাআ নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান সীমান্তকে সামাজিক ও একাডেমিক কার্যক্রম থেকে বয়কটের...

পুলিশ আর হত্যাকারী বাহিনী হবে না: আইজিপি

আওয়ামী লীগ টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পুলিশ বাহিনীকে দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করিয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে...

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ডলার গ্রেফতার

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউসিসিএ সভাপতি অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ ডলারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের বঙ্গজ্জল...

সম্পর্কিত নিউজ

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই : হেফাজতে ইসলাম

বাংলাদেশে ‘পাকিস্তানপন্থি’ বলে কিছু নেই- এমন মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার (১৩ মে) এক...

নারীবিদ্বেষী আচরণের অভিযোগে নোবিপ্রবির সহ-সমন্বয়ককে বয়কটের ডাক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহ-সমন্বয়ক এবং বৈছাআ নোয়াখালী জেলার সিনিয়র যুগ্ম সদস্য...

পুলিশ আর হত্যাকারী বাহিনী হবে না: আইজিপি

আওয়ামী লীগ টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকাকালে পুলিশ বাহিনীকে দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করিয়েছে...