শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ভৈরবে শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’, স্বস্তি নিম্ন আয়ের মানুষের

কিশোরগঞ্জ প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে চালু হয়েছে ‘বিনা লাভের দোকান’। পবিত্র রমজান উপলক্ষে এই বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যেখানে বাজারের চেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ দোকান চালু হওয়ার পর থেকেই নিম্ন আয়ের মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের এ উদ্যোগকে সাধুবাদ জানান অনেকে। কেউ কেউ তাদের জন্য দোয়া করেছেন এবং আরও বেশি স্থানে এই কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপণ্যের সংকট কমাতে এবং বাজার সিন্ডিকেটের প্রভাব হ্রাস করতে তারা এ উদ্যোগ নিয়েছেন। কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরিফুল হক জয় বলেন, “আমরা পাইকারি দরে যে মূল্যে পণ্য ক্রয় করছি, সেই একই দামে বিক্রি করছি। এতে আমরা কোনো লাভ করছি না, শুধু মানুষকে সহায়তা করার চেষ্টা করছি।”

তিনি আরও জানান, “মানুষের প্রচুর সাড়া পাচ্ছি, শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। আপাতত ঈদ পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে, এরপর প্রয়োজন হলে ইউনিয়ন পর্যায়েও বিস্তৃত করা হবে।”

এই উদ্যোগে খুশি নিম্ন আয়ের মানুষরা। পাদুকা শ্রমিক মরিয়ম বলেন, “আগের সরকারের সময় নিত্যপণ্যের দাম অনেক বেশি ছিল, এখন কিছুটা সহনীয় হলেও এই দোকানে আরও কম দামে পণ্য পাওয়া যাচ্ছে। এতে আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে।”

অটোরিকশা চালক কামাল মিয়া বলেন, “এখানে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, টমেটো, লেবুসহ অনেক কিছুই বাজার দরের চেয়ে কম দামে পাচ্ছি। এভাবে চললে বাজারে মজুদদারি কমবে।”

একজন কনজ্যুমার কোম্পানির এসআর সাইফুল হক বলেন, “বিনা লাভের দোকান দেখে আমি অবাক হয়েছি। খুচরা বাজারের চেয়েও কম দামে পেঁয়াজ কিনেছি। এ ধরনের উদ্যোগ বাজার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।”

এই বিনা লাভের দোকানে চাল ৫৫ টাকা কেজি, চিনি ১১০ টাকা, তৈল ১৭৫ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, আলু ১৮ টাকা, ডাল ১০০ টাকা, শসা ২০ টাকা, লেবু ৪৮ টাকা, টমেটো ১০ টাকা, শিম ২৫ টাকা, মরিচ ২৪ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, ছোলা ৯০ টাকা, বেগুন ২০ টাকা সহ প্রায় ২৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভৈরব প্রতিনিধি আরকে রিসান কবির বলেন, “পূর্ববর্তী সরকারের সময় নিত্যপণ্যের দাম লাগামহীন ছিল। বর্তমান সরকার কম দামে পণ্য সরবরাহের চেষ্টা করছে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। আমরা চাই বাজারে সঠিক মূল্য বজায় থাকুক।”

শরিফুল হক জয় বলেন, “আমাদের উদ্দেশ্য ব্যবসায়ীদের ক্ষতি করা নয়, শুধু সিন্ডিকেট ভাঙা। ব্যবসায়ীরা যদি ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করে, তাহলে আমাদের বিনা লাভের দোকান চালানোর দরকার হবে না।”

এই উদ্যোগের সঙ্গে প্রায় শতাধিক শিক্ষার্থী যুক্ত রয়েছে। কিশোরগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান আলভি, অন্যতম সদস্য তানভির আহমেদ, সংগঠক জুবায়েদ মাহমুদ, ভৈরব ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ কাইজার, আহমেদ রোহান, ইফতি শিকদার, মেহেদি হাসান, সোহেল মিয়া, নাহিদ, মোহাম্মদ, ফারদিন ও পলক আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এখন দেখার বিষয়, শিক্ষার্থীদের এ উদ্যোগ কতটা প্রভাব ফেলতে পারে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

প্রতিমা ভাঙার ঘটনায় ছেলেকে ধরিয়ে দিলেন বাবা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাকির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাবা মনির আহাম্মদ নিজেই তাকে আটক করে...

আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় রোববার

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় রোববার (১৬ মার্চ) প্রদান করা হবে। বিচারপতি এ কে এম...

ট্রাম্প প্রশাসনের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৪১ দেশ

যুক্তরাষ্ট্রে ৪১টি দেশের নাগরিকদের ভ্রমণ ও প্রবেশ নিষিদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সরকারি নথি ও বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য...

আইনশৃঙ্খলার শঙ্কায় গণমিছিল স্থগিত করল বাম সংগঠনগুলো

দেশের সামগ্রিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। শনিবার (১৫ মার্চ) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত...

সম্পর্কিত নিউজ

প্রতিমা ভাঙার ঘটনায় ছেলেকে ধরিয়ে দিলেন বাবা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় জাকির হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার...

আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় রোববার

বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের...

ট্রাম্প প্রশাসনের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় ৪১ দেশ

যুক্তরাষ্ট্রে ৪১টি দেশের নাগরিকদের ভ্রমণ ও প্রবেশ নিষিদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড...
Enable Notifications OK No thanks