বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ কর্তৃপক্ষ কখনোই বৈধ কাজ করতে পারে না। ভোটারবিহীন সরকার কখনো বৈধ পথে কোনো কিছু করতে পারে না।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বাংলাদেশকে ‘আওয়ামী বন্দিশালা’ হিসেবে উল্লেখ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘ভোটারবিহীন সরকার কখনো বৈধ পথে কোনো কিছু করতে পারে না। ক্ষমতা টিকিয়ে রাখতে তাকে অবৈধ পন্থায় যেতে হয়।’
তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে শেখ হাসিনার পথরেখা অনুসরণ করছে।
দেশের কারাগার নিয়ে রিজভী বলেন, কারাগারগুলো এখন ভয়াবহ নিপীড়ন-নির্যাতনের আয়নাঘর। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর রাখা হয় কারাগারের দম বন্ধ করা সেলে। দিনরাত তাদের লকআপে রাখা হয়। ডাকাতি ও খুনের ভয়ঙ্কর অপরাধীরা কারাভ্যন্তরে যে অধিকারটুকু ভোগ করে সেটুকুও বিএনপি নেতাকর্মীদের নেই।
বিএনপি নেতাকর্মীদের কারাবন্দী অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, কেরানীগঞ্জ কারাগারে শাপলা বিল্ডিংয়ে বেশীর ভাগ বিএনপি নেতাকর্মীদের দিনরাত আটকিয়ে রাখা হয়। পাশাপাশি অত্যন্ত নিম্নমানের খাবার দেয়া হয় যেগুলো গরু-ছাগলের খাবারের জন্য প্রযোজ্য। নিজের টাকা দিয়ে খাবার কেনারও নিয়ম থাকলেও বিএনপি নেতাকর্মীদেরকে সেই অধিকারটুকুও দেয়া হয় না।
তিনি বলেন, এমনিতেই পিসি (প্রিজনার্স ক্যান্টিন) ক্যান্টিনে একটা খাদ্যপণ্যের দাম স্বাভাবিক বাজারমূল্যের চেয়ে প্রায় ৫/৬ শো গুন বেশী। বিএনপি নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে শোষণ-বঞ্চনা করা হচ্ছে। কাশিমপুর হাই সিকিউরিটি জেল বিপজ্জনক জঙ্গী অপরাধীদের জন্য। সেখানেই বিএনপি’র নেতাকর্মী, ইউনিভার্সিটি, কলেজের ছাত্রদেরকে গাদাগাদি করে রাখা হয়। হিটলালের গ্যাস চেম্বার আর শেখ হাসিনার কারাগারের গ্যাস চেম্বারের মধ্যে কোন পার্থক্য নাই।