27 C
Dhaka
Tuesday, September 17, 2024

ভোলায় প্রতিবেশী স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

ভোলা সদর উপজেলার আলীনগরে প্রতিবেশীর ধারালো দায়ের কোপে নাহিদ (২২) নামে এক কাঠমিস্ত্রী মারা গেছেন। ঈদের দিন সকাল ৮টায় প্রতিবেশী স্বামী-স্ত্রী ঝগড়া থামাতে গিয়ে প্রাণ দেন এই যুবক। তার মৃত্যুর পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নাহিদের স্বজনরা জানান, সকালে আলীনগর ইউনিয়নের চর ছিফলি গ্রামের বাসিন্দা রায়হান ও তার স্ত্রী তামান্নার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল। সকাল পৌনে ৮টায় রায়হান তার স্ত্রীকে ধারালো দা হাতে ধাওয়া করলে তিনি প্রতিবেশী নাহিদের ঘরে গিয়ে ওঠেন। এ সময় ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়া নাহিদ সামনে এসে দাঁড়ালে তাকে কুপিয়ে জখম করেন রায়হান। দ্রুত নাহিদকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার নিশি পাল জানান, হাসপাতালে আনার আগেই নাহিদের মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণ তার মৃত্যুর কারণ বলেও জানান তিনি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করেছে। এ ছাড়া অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...