রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

মক্কায় হোটেলে আগুন লেগে ৮ পাকিস্তানি ওমরাহ যাত্রী নিহত

১৯ জানুয়ারি, ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ণ

সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগে আট পাকিস্তানি ওমরাহ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।

আজ শনিবার (২০ মে) মক্কার ইব্রাহিম খলিল রোড হোটেলের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কাছে আটজন পাকিস্তানি নিহত ও ছয়জন আহত হওয়ার খবর রয়েছে। ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারকে ত্রাণ দেয়ার জন্য আমাদের জেদ্দা মিশন স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।’

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে।

পাকিস্তান কনসাল ওয়েলফেয়ার জানিয়েছে, নিহতদের চারজনকে শনাক্ত করা হয়েছে, দু’জন বিহারির বাসিন্দা এবং বাকি দুজন কাসুরের বাসিন্দা। বাকিদের লাশ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

পাকিস্তানের রাষ্ট্রীয় বেতার সংস্থা রেডিও পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি দেশের ধর্ম মন্ত্রণালয়কে আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ জানিয়েছেন।

এক সূত্রে জানা গেছে, ওই হোটেলে পাকিস্তানি ও বাংলাদেশীসহ অন্য ওমরাহযাত্রীরা অবস্থান করেছিলেন।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ