বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
Homeসারাদেশমদপানে তরুণীর সঙ্গে ডান্স, পুলিশের দুই কর্মকর্তা প্রত্যাহার

মদপানে তরুণীর সঙ্গে ডান্স, পুলিশের দুই কর্মকর্তা প্রত্যাহার

মাদারীপুরের রাজৈর থানার দুই পুলিশ সদস্য মদপান করে এক তরুণীর সঙ্গে নৃত্যে অংশ নেয়ার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ভিডিওটি নিয়ে পুরো জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত দুই পুলিশ সদস্য, রাজৈর থানার এএসআই মো. হাদিবুর রহমান এবং স্বপন অধিকারী, পুলিশের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার বিকেলে মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজৈরের কদমবাড়ি ইউনিয়নের নটাখোলা এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানে এএসআই মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারী যোগ দেন। পরে তারা মদপান করে এক তরুণীর সঙ্গে নৃত্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটি নিয়ে আলোচনার পর, পুলিশ সুপার দুই এএসআইকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানোর সিদ্ধান্ত নেন। অভিযুক্ত দুই পুলিশ সদস্য দাবি করেছেন, তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, পুলিশের নিয়মনীতি ভঙ্গ করার কারণে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রস্তত করা হচ্ছে।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ