শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

মদপান নিয়ে তর্ক,মারামারিতে একজনের মৃত্যু

১৮ জানুয়ারি, ২০২৫

বান্দরবান জেলার রুমা উপজেলায় মদ্যপ অবস্থায় তর্কাতর্কির একপর্যায়ে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম উসানু মারমা (৩২)।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বান্দরবানের এক নম্বর পাইন্দু ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নিয়াংক্ষ্যাং পাড়ায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে রুমা উপজেলার দুর্গম নিয়াক্ষ্যং পাড়ার কাছে আবুল কাসেম (৫৫) নামে এক গরু ব্যবসায়ী হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

পরে তার মরদেহটি পাহারা দিতে পাড়াবাসীর সঙ্গে সারারাত উসানু মারমা ও অংসাইচিং মারমা নামে দুজন একত্রে অবস্থান করেছিলেন।

পরে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে মৃত আবুল কাসেমের বাড়ি চট্টগ্রামে তার মরদেহ নিয়ে যাওয়ার পর সেখানে মদ্যপ অবস্থায় উসানু মারমা ও অংসাইচিং মারমার মধ্যে মদপান নিয়ে তর্কতর্কি শুরু হয়।

এক পর্যায়ে ধস্তাধস্তি হলে অংসাইংচিং মারমা সড়কের পাশে থাকা একটি ইট দিয়ে উসানু মারমার মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বান্দরবানের রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, মৃত উসানু মারমার লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করে থানায় রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামি অংসাইচিং মারমাকে আটক করার জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে৷

spot_img

সর্বশেষ

আরও সংবাদ