ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ভিন্ন মত ও ভিন্ন আদর্শের সঙ্গে মিলেমিশে সমাজ গঠনের লক্ষ্যে মহানবী (সা.) যে মদিনা সনদ প্রণয়ন করেছিলেন, সেটি আজও পৃথিবীর ইতিহাসে একটি রোল মডেল।
বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুলুল্লাহ (সা.) শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
আহমাদুল্লাহ বলেন, মহানবী (সা.) ভিন্ন ধর্মের মানুষকে একত্রে নিয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলেছিলেন। তবে দুঃখজনকভাবে, ইতিহাস জুড়ে মহানবীর চরিত্র ও আদর্শকে নানাভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে এবং এখনও আমাদের দেশে তার বহিঃপ্রকাশ দেখা যায়।
তিনি বলেন, আজকের পৃথিবী সভ্য, মানবিক, মানবাধিকারের এবং নারীর অধিকারের পৃথিবী কিন্তু বাস্তবে এসবের অনেকটাই ফ্যাশনের অংশে পরিণত হয়েছে। মহানবী (সাঃ) সেই সময়ই নারীর অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, যখন কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়ার প্রথা চালু ছিল।
তিনি আরো বলেন, “এই মুহূর্তে মুসলমানদের মহানবীর রেখে যাওয়া আদর্শের গুণাবলী অর্জন করতে হবে। কিন্তু আমরা এখনো সেটি করতে পারছি না।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে মহানবী (সা:) এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে বিশেষভাবে গবেষণা করা হবে। সেই গবেষণার ফলাফলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হবে, যাতে মহানবীর শিক্ষা ও নীতিমালা আরও বিস্তৃতভাবে পৌঁছে যায়।
তিনি আরো বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ আমাদেরকে বিচলিত করছে। তবে এ সমস্যা মোকাবেলার জন্য আমরা প্রায়শই দূরের কিছু খুঁজে বের করার চেষ্টা করি, যা কার্যকর নয়। মহানবীর আদর্শ অনুসরণ করলেই আমাদের সকল সমস্যার সমাধান সম্ভব।