বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

মধ্যরাতে গ্রেপ্তার আওয়ামী সরকারের দুই এমপি

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার মধ্যরাতে ঢাকা জেলার নবাবগঞ্জ ষোল্লা ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিউল হোসেন ভুঁইয়া বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

একইদিনে রোববার (২২ জুন) জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি হিসেবে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকেও গ্রেপ্তার করেছে ডিবি। রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সাবিনা আক্তার তুহিন আওয়ামী লীগ সরকারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে কয়েকটি হত্যা মামলা রয়েছে। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজধানীর মিরপুরসহ বিভিন্ন থানায় সাবিনা আক্তারের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি নবাবগঞ্জে আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি দল নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

এদিকে ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রোববার রাতে মনিপুরী পাড়া থেকে সাবেক এমপি ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ডিবির একটি বিশেষ দল।

তুহিন ও বিপ্লব—দুজনেই একটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বিশেষ করে ফয়সল বিপ্লবের বিরুদ্ধে চলমান জুলাই আন্দোলনের সময় সহিংসতা ও হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

নতুন বাংলাদেশকে ছাত্রদল পৈতৃক সম্পত্তি মনে করেছে: ইবি শিবির সেক্রেটারি

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সেক্রেটারি ইউসুব আলী বলেছেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশেকে ছাত্রদল তাদের পৈতৃক সম্পত্তি...

ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল: রিজভী

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল। দেশের খাল-বিল, নদী-নালা,...

রাবির হল প্রাধ্যক্ষরা ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে: আমানউল্লাহ আমান

রাবি প্রতিনিধিজাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যার রাজনৈতিক সংস্কৃতি অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে সম্পূর্ণ আলাদা। এখানে...

কুষ্টিয়ায় ভিডব্লিউবি তালিকায় স্বজনপ্রীতির অভিযোগ,চেয়ারম্যান ও সদস্যের স্ত্রীদের নাম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির উপকারভোগীর তালিকা নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তালিকায় ইউপি চেয়ারম্যান...

সম্পর্কিত নিউজ

নতুন বাংলাদেশকে ছাত্রদল পৈতৃক সম্পত্তি মনে করেছে: ইবি শিবির সেক্রেটারি

এস.এম. শাহরীয়ার স্বাধীন, ইবি প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সেক্রেটারি ইউসুব আলী...

ভারতের স্বার্থে শেখ হাসিনা দেশের সবকিছু উজাড় করে দিয়েছিল: রিজভী

এস এম কিবরিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের স্বার্থে...

রাবির হল প্রাধ্যক্ষরা ইসলামী ছাত্রী সংস্থা করার জন্য চাপ প্রয়োগ করে: আমানউল্লাহ আমান

রাবি প্রতিনিধিজাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেছেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস...