নাটোরের লালপুরে ওয়ার্ড বিএনপির এক নেতাকে সেনাবাহিনী আটক করায় প্রতিবাদে ত্রিমোহনীতে সড়ক অবরোধ করেছেন বিএনপির নেতাকর্মীরা। তারা জানান, আটক নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় লালপুর থানার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে লালপুর ত্রিমোহনীতে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। এতে লালপুর-গোপালপুর, লালপুর-বাঘা ও লালপুর-ঈশ্বরদী সড়কে প্রায় পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
আটককৃত বিএনপির নেতারা হলেন— অনিক (২৪), তার পিতা খোকন (৫০), যিনি ওয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক, এবং ফিরোজ (৩২)।
তাদের পরিবারের অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনী বাড়ি ঘিরে ফেলে, ঘরে ঢুকে তাদের ব্যাপক মারধর করে এবং তুলে নিয়ে যায়।
খোকনের স্ত্রী রত্না বেগম বলেন, আমার স্বামী ও দুই সন্তানকে নির্যাতন করে নিয়ে গেছে আমরা তাদের মুক্তি চাই।
এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশীদ পাপ্পু বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে সেনাবাহিনী তাদের আটক করেছে এবং মারধরও করেছে।
এদিকে লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান রাজুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।