জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিচারিক প্রক্রিয়ায় জনচাপ বা মব প্রভাবের বিষয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি?
তার এই মন্তব্যটি মূলত ইশরাক হোসেনের শপথ গ্রহণ ঘিরে হাইকোর্টে দায়ের করা রিট খারিজের প্রতিক্রিয়ায় এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকালে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন।
আদালত জানায়, রিটটি করার এখতিয়ার রিটকারীর ছিল না। পাশাপাশি আদালত বলেন, নির্বাচন সংক্রান্ত বিষয় নির্বাচনী ফোরামেই নিষ্পত্তি হওয়া উচিত, আদালতে এনে বিষয়টিকে অন্য খাতে প্রবাহিত করা ঠিক নয়।
রায়ের ফলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে রিটকারীর পক্ষ থেকে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার কথা জানানো হয়েছে।
সারজিস আলমের ফেসবুক মন্তব্য সরাসরি কাউকে উদ্দেশ করে না বলা হলেও, এতে স্পষ্টভাবে বিচার বিভাগের উপর জনচাপ বা বহিরাগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।