মাসুদ মান্নান; কচুয়া, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে হজ্ব সেবামূলক প্রতিষ্ঠান ‘মরহুম হাজী বুজরত আলী বেসরকারি হজ্ব ও ওমরাহ কাফেলার’ অফিস উদ্বোধন এবং ওমরাহ যাত্রীদের প্রশিক্ষণ ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মরহুম হাজী বুজরত আলীর ছোট ছেলে মাওলানা আবুল বাশার কর্তৃক পরিচালিত প্রায় ৪৬ বছর ধরে চলতে থাকা এই কাফেলার স্থানীয় শাখা অফিসটি হাজী বুজরত আলী আয়ুর্বেদিয় ঔষধালয় ভবনের ৩য় তলায় স্থাপন করা হয়েছে।
আজ(সোমবার) বেলা ১২টায় ওমরাহ কাফেলা নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মেজবাহুল ইসলাম লতিফী সাহেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজরে আসওয়াদ ট্র্যাভেলস এন্ড ট্যুরের চেয়ারম্যান হাফেজ মাওলানা কাজী মোঃ শামছুল হক সাহেব।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান জনাব আমির হোসেন আমু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাবের মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ সেলিম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মাওলামা তাজুল ইসলাম আল কাদেরী সাহেব।
এতে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মেজবাহুল ইসলাম লতিফী সাহেব।
নতুন অফিস উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন, চাঁদপুর কচুয়ার হজ্ব ওমরাহ যাত্রীদের জন্য যে সুযোগ মরহুম বুজরত আলী বেসরকারী হজ্ব কাফেলা নিয়ে এসেছে তা সত্যিই প্রশংসনীয়। তিনি তা গ্রহণ করে ওমরাহ হজ্ব পালনে ধর্ম প্রাণ মুসলমানদেরকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, পূর্বে যেখানে বিভিন্ন হজ্ব কাফেলাগুলোর মাধ্যমে হজ্ব করতে গিয়ে হয়রানির শিকার হত হাজ্বীরা। সেখানে বর্তমানে সেবার শতভাগ গ্যারান্টি দিচ্ছে পরীক্ষিত ও সফল এই হজ্ব কাফেলা। তিনি এ সেবা নিয়ে আসায় হাজী বুজরত আলী বেসরকারী হজ্ব কাফেলার কর্ণধার মাওলানা আবুল বাশারকে ধন্যবাদ জানান।