রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট কাজ করেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ৫টা ৫মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মহাখালীর আমতলী এলাকার একটি বহুতল ভবনের ১৩ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে প্রথমে তিন ইউনিট এবং পরে আরও চার ইউনিট পাঠানো হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি এই কর্মকর্তা।