31 C
Dhaka
Friday, September 20, 2024

মহাখালীর আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা ও নৌ বাহিনী

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মহাখালী এলাকার ১৪ তলা ভবন খাজা টাওয়ারে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে সেনা ও নৌ বাহিনীও যোগ দিয়েছে। ভবনটির ভিতরে অনেক মানুষ আটকা পড়েছেন। তবে ঝুঁকি নিয়ে ভবন থেকে দড়ি বেয়ে ঝুলে নেমে পড়ছেন অনেকেই৷

জানা গেছে,  অগ্নিকাণ্ডের কিছুক্ষণ পর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। এতে গোটা এলাকা অন্ধকারচ্ছন্ন হয়ে পড়েছে। একইসঙ্গে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে।

আগুনের পরিস্থিতি নিয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট নিরলসভাবে কাজ করছে। সেনা নৌ ও বিমান বাহিনীর একটি দলও ফায়ার ফাইটারদের সঙ্গে যোগ দিয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত জানা গেছে ভবনটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অফিস রয়েছে।  ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে নিচে নামিয়ে আনা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

আগুনের ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে ভবনের আশপাশে কয়েকটি বাড়ি।  আগুন লাগার পর ওই ভবনে থাকা বহু মানুষকে আতঙ্কে ভবনের ছাদে জড়ো হতে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নামধারী ছাত্রলীগের হামলা, আহত ১৫

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে বরিশাল  বিশ্ববিদ্যালয়ের নামধারী ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ১৫  জন শিক্ষার্থী আহত হয়েছেন।    সোমবার(২৯...

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষকের পদত্যাগ

ন্যায্য দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষক। আজ...

কেমন ছিল বুধবারের আন্দোলন, যা বললেন ঢাবি শিক্ষার্থী

কোটা সংস্কার আন্দোলনের আরও একটি সহিংসতাময় দিন পার হলো বুধবার। দিনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলে ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছেদের অভিযান। রাতে বেগম রোকেয়া হল...