জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মহাত্মা গান্ধীর মূল্যবোধ স্মরণ এবং একটি উন্নত, আরও শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ে তোলার জন্য সংস্কৃতি ও সীমানা পেরিয়ে বিশ্বকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ‘আসুন আমরা এই পথে একসাথে, সংহতিতে, এক মানব পরিবার হিসাবে হাঁটি।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অহিংস দিবস শুধুমাত্র মহাত্মা গান্ধীর জন্মদিন হিসেবেই পালন না করে বরং শান্তির প্রতি তার মূল্যবোধ, শ্রদ্ধা, বিশেষ মর্যাদা যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে৷’
গুতেরেস বলেন, ‘দুঃখজনকভাবে, আমাদের বিশ্ব সেই মূল্যবোধগুলো মেনে চলছে না।’
তিনি বলেন, বিশ্ব ক্রমবর্ধমান সংঘাত ও জলবায়ু বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন, ‘দারিদ্র্য, ক্ষুধা এবং গভীরতর বৈষম্য। কুসংস্কার, বর্ণবাদ এবং ক্রমবর্ধমান ঘৃণামূলক বক্তব্য। এবং একটি নৈতিকভাবে দেউলিয়া বিশ্ব আর্থিক ব্যবস্থা যা দারিদ্র্য এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য পুনরুদ্ধারকে বাধা দেয়।
জাতিসংঘ প্রধান জনগণের স্বাস্থ্য, শিক্ষা, উপযুক্ত চাকরি এবং সামাজিক সুরক্ষায় বিনিয়োগের ওপর জোর দেন।
তিনি উন্নয়নশীল দেশগুলোকে সহয়াতা করার গুরুত্ব তুলে ধরে বলেন, তারা স্থিতিস্থাপক অবকাঠামো তৈরি করে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে জনসংখ্যাকে রক্ষা করে। একইসঙ্গে জীবাশ্ম জ্বালানি থেকে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে রূপান্তরকে ত্বরান্বিত করে।
জাতিসংঘ প্রধান বলেন, গান্ধীর জীবন এবং উদাহরণ আরও শান্তিপূর্ণ এবং সহনশীল বিশ্বের জন্য একটি চিরন্তন পথ নির্দেশ করে।