মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি, এলোপাথারি গুলি

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দেয় টহলরত হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়েছে ডাকাতদল। ডাকাতদের ছোড়া গুলিতে হাইওয়ে পুলিশের রেকার হেলপার তুহিন মিয়া গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ডাকাতদলের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করেছে মির্জাপুর থানা পুলিশ।

শনিবার সকালে ওই মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্ডান প্রবাসী। শুক্রবার বিউটি আক্তার জর্ডান থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। রাতে তারা টঙ্গী এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে তাদের মাইক্রোবাসটি মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছালে অন্য একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। সেই মাইক্রোবাস থেকে নেমে মুহূর্তেই ৭ থেকে ৮ জন ডাকাত অস্ত্রের মুখে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। 

এ সময় ডাকাতদের কাছে তাদের কাছে বন্দুক, ওয়াকিটকি, হাতকড়াসহ দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। তাদের তাদের কাছ থেকে ৫-৬ টি মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ মালামাল লুট করে নেয়। ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাতদের ধাওয়া দেয় টহল পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় ডাকাতরা। তাদের গুলিতে হাইওয়ে থানা পুলিশের রেকার চালক তুহিন মিয়া গুলিবিদ্ধ হন এবং ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।

গুলিবিদ্ধ তুহিনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 

প্রবাসী বিউটির শ্বশুর আব্দুল হামিদ অভিযোগ করেন, এ ঘটনায় টঙ্গী থেকে ভাড়া করা মাইক্রোবাস চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল জড়িত থাকতে পারে। শুরু থেকেই তারা মাইক্রোবাসটি বিভিন্ন এলাকায় ঘুরিয়েছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে ডাকাতদলের ফেলে যাওয়া একটি মাইক্রোবাস ও প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি হাইওয়ে থানা পুলিশের রেকার চালক।

প্রসঙ্গত, এর আগে ২৯ মে তেলবাহী ট্রাক ছিনতাই, ২১ মে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুর পূর্বপ্রান্তে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি, ১৭ ফেব্রুয়ারি মির্জাপুরে ইউনিক রয়েলসের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি। মহাসড়কে একের পর এক ডাকাতির ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোঃ ওমর ফারুক খাঁন ৩ আগস্ট ২০২৫, রোববার নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংকের...

সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল ইবি; সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের বিচারের দাবিতে ফের রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (৪ আগস্ট) বেলা...

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তার...

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে (সাবেক মিল্লাতিয়ান) শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা ইউনিভার্সিটি মিল্লাতিয়ান অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা।সোমবার...

সম্পর্কিত নিউজ

ইসলামী ব্যাংকের এমডি হলেন মোঃ ওমর ফারুক খাঁন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মোঃ ওমর ফারুক খাঁন ৩...

সাজিদ হত্যার বিচারের দাবিতে ফের উত্তাল ইবি; সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট সভা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের বিচারের দাবিতে ফের রাজপথে নেমেছে শিক্ষার্থীরা।...

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা এম হারুন-অর-রশীদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।সোমবার...