দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। সেখানে বেশ কিছু হতাহতের শঙ্কা করা হচ্ছে।বিজেআই সেভেন মডেলের বিমানটি আছড়ে পড়ার পর সেখানে আগুন ধরে যায়।
বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের দোতালা ভবন ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণির ক্লাস চলছিল। ধারণা করা হচ্ছে, স্কুল শিক্ষার্থীদের ওপরেই বিমানটি আছড়ে পড়েছে। সেখানে আগুনে পুড়ে বিপুল পরিমাণ প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।
এরইমাঝে অগ্নিদগ্ধ ২৫ জনকে নেয়া হয়েছে জাতীয় বার্ন ইন্সটিটিউট হাসপাতালে। ১৫ জনকে ভর্তি করানো হয়েছে লুবানা হাসপাতালে।
উদ্ধারকাজে এরইমাঝে যুক্ত হয়েছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট। আশেপাশের শৃঙ্খলা বজায় রাখতে যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।
আইএসপিআর সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম। ফায়ার সার্ভিস এরইমাঝে তৌকির ইসলামের নিহতের খবর নিশ্চিত করেছে।