মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মাইলস্টোন ট্রাজেডি: হতাহতদের পরিবারকে দেওয়া হচ্ছে হুমকি-ধমকি, নেই ক্ষতিপূরণের আশ্বাস!

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

রাজধানীর মাইলস্টোন স্কুলে বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি ঘটেছিল। প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারায় শিক্ষকসহ ৩৬ জন মানুষ। যাদের অধিকাংশই ছিল শিশু শিক্ষার্থী। এই ঘটনায় হতাহতদের পরিবারের সদস্যরা বিচার, ক্ষতিপূরণ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধসহ ৮ দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

তারা অভিযোগ তুলেছেন, এ ঘটনায় যেন কোনো কর্মসূচি পালন করা না হয় সে বিষয়ে সতর্ক করে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকরা বিভিন্ন হুমকি দিচ্ছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) উত্তরার দিয়াবাড়ি গোল চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত অভিভাবকরা এসব অভিযোগ তুলেছেন।

এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে ৮ দফা দাবি তুলে ধরেন দগ্ধ হয়ে নিহত ফাতেমার মামা লিয়ন মীর। দাবিগুলো হলো— দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, সারা দেশে মাইলস্টোনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা, সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত শিক্ষার্থীর জন্য ৫ কোটি টাকা এবং প্রতিটি আহত শিক্ষার্থীর জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া। পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও প্রতিটি নিহতের পরিবারকে ২ কোটি টাকা এবং আহতদের ১ কোটি টাকা করে দেওয়ার দাবি জানানো হয়েছে।

এছাড়া রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন অথবা রানওয়ের অবস্থান পরিবর্তন, কোচিং ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত প্রধান শিক্ষিকা খাদিজাকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার, স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ পরিবারের কাছে প্রদর্শন এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন এলাকায় সরিয়ে নেওয়ার দাবিও উত্থাপন করেছেন পরিবারগুলো।

মানববন্ধনে নিহত শিক্ষার্থী ফাতেমার মামা লিয়ন মীর অভিযোগ করেন, অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে এবং হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষকদের আচরণে আমরা ক্ষুব্ধ। আমরা চাই এই ঘটনার জন্য দায়ীদের শাস্তি হোক।

এ সময় তার সঙ্গে আরও অনেক অভিভাবক ছিলেন, যারা সবাই শিক্ষকদের আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সন্তান হারানোর শোক নিয়েই মানববন্ধনে এসেছেন রাইসা মনির মা মীম আক্তার। শোকার্ত কণ্ঠে বলে ওঠেন, আমার মেয়েটা তো আর ফিরে আসবে না। কিন্তু অন্তত যেন আর কোনো মা তার সন্তানকে এভাবে হারাতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে। এই দুর্ঘটনার জন্য যারা দায়ী, তাদের বিচার না হলে আমরা কোথায় যাব? বাচ্চাকে স্কুলে পাঠিয়েছিলাম পড়াশোনা শেখার জন্য, লাশ হয়ে ঘরে আসবে তা ভাবিনি। এই ব্যথা সারাজীবন বয়ে বেড়াতে হবে।

আব্দুল মান্নান নামের আরেক অভিভাবক অনেকটা ক্ষোভ প্রকাশ করেন স্কুল কর্তৃপক্ষের আচারণ নিয়ে। তার মতে, এটা শুধু দুর্ঘটনা নয়, অবহেলার ফল। স্কুলের লোকজন আমাদের সঙ্গে এমন আচরণ করছে যেন আমরা দোষী। আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে তারা।

সন্তানের স্মৃতি স্মরণ করে কিছুটা আর্দ্র কণ্ঠে তিনি বলেন, আমার ঘর এখন শুনশান। বইয়ের ব্যাগ, স্কুল ড্রেস সব যেমন ছিল তেমন আছে, কিন্তু ও নেই। যে ভুলে আমার বাচ্চা চলে গেছে, সেই ভুল যেন আর না হয়।

নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। সময়সীমার মধ্যে দাবিগুলো পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন চায় ৭১ শতাংশ মানুষ

জাতীয় সংসদ কাঠামোয় বড় পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। জরিপ অনুযায়ী, ৭১ শতাংশ মানুষ আনুপাতিক বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে মত...

সারজিসের বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে। সামাজিকমাধ্যমে তার...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রি করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও ফ্যাসিস্ট আওয়ামী নেতা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে  তার বিরুদ্ধে ব্রিটেনে অর্থপাচারের...

ইছামতি নদী দিয়ে ঢুকছে ভারতীয় পানি: প্লাবিত শার্শার সীমান্ত এলাকা

নিম্নচাপ ও প্রায় দেড় মাস ধরে ভারতীয় ইছামতি নদীর জোয়ারের পানি অব্যাহতভাবে প্রবেশ করায় যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর, বাইকোলা, ভবানীপুর, দাউদখালী, গোগা বিলপাড়া, আমলাই...

সম্পর্কিত নিউজ

পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন চায় ৭১ শতাংশ মানুষ

জাতীয় সংসদ কাঠামোয় বড় পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন দেশের অধিকাংশ নাগরিক। জরিপ অনুযায়ী, ৭১...

সারজিসের বিরুদ্ধে মানহানির মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ বিক্রি করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী ও ফ্যাসিস্ট আওয়ামী নেতা সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের একটি অংশ...