সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নে মাদক সেবনকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম বাঘা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিছ, তার ছোট ভাই সেলিম রেজা, যুবদল সদস্য হাসান আলী, স্বেচ্ছাসেবক দলের ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, এবং মোবারক হোসেন। আহতদের মধ্যে যুবদল সদস্য হাসান আলীকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান বলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা ও জেলা বিএনপি বরাবর লিখিত অভিযোগ দিলে উপজেলা বিএনপি তাকে শোকজ করে। এরপর থেকে সাইফুল ইসলাম অভিযোগকারীদের ওপর ক্ষুব্ধ হন।
এছাড়া, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই এলাকায় আওয়ামী লীগ পুনর্বাসন করছে সাইফুল ইসলাম। তার এসব কর্মকাণ্ডে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম বাঘা ও অন্যান্য নেতাকর্মীরা প্রতিবাদ করলে তাদের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি মঙ্গলবার রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সড়াতৈল গ্রামে তাদের ওপর অপ্রত্যাশিত হামলা চালান। এতে বিএনপির ১০ নেতাকর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদক সেবনকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।