মাদারীপুরে চোর সন্দেহে ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় একজনের দুচোখ ক্ষতিগ্রস্ত করেন বিক্ষুব্ধরা। চেষ্টা করে চোখ উৎপাটনের।
শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ‘পশ্চিম মাঠ বাঘাবাড়ি’ এলাকায় এ ঘটনা ঘটে।
আশঙ্কজানক অবস্থায় একই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখকে (৫০) ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
অন্য দুইজন হলেন— ‘পশ্চিম মাঠ বাঘাবাড়ি’ এলাকার আলতা মাতুব্বরের ছেলে ইসরাফিল মাতুব্বর (৪০) ও শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুরি-ডাকাতি রোধে সদরের ‘পশ্চিম মাঠ বাঘাবাড়ি’ এলাকায় নিয়মিত পাহারার অংশ হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় যুব সমাজ। শনিবার মধ্যরাতে ওই এলাকায় তিন যুবকের রহস্যজনক চলাফেরা দেখতে পেয়ে ধাওয়া দেন পাহারাদাররা। পরে ওই তিন যুববকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এ সময় জাকির শেখ নামে এক যুবকের দু’চোখ উৎপাটনের চেষ্টা করেন বিক্ষুব্ধরা।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আটক তিনজনকে হেফাজতে নেয় সদরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ও তার সঙ্গীর সদস্যরা। পরে আটকদের পাঠানো হয় সদর মডেল থানায়। তাদের মধ্যে গুরুতর জাকির শেখকে প্রথমে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাকিরকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। বাকি দুইজন রয়েছে সদর মডেল থানা পুলিশের হেফাজতে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আটক দুইজন পুলিশের হেফাজতে রয়েছে। এছাড়া একজনকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক। এ ব্যাপারে তদন্ত চলছে। মামলা রেকর্ড করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।