এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান ও শ্রীলংকায় শুরু হতে যাওয়া এশিয়া কাপে সাকিব আল হাসানের নেতৃত্বেই খেলতে যাবে টাইগাররা। আগামী ৩০ আগস্ট শুরু হবে এবারের এশিয়া কাপ। সে উপলক্ষে ১৭ সদস্যদের দল ঘোষণা করেছে বিসিবি।
এদিকে গুঞ্জন থাকলেও স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের। তবে দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী হাসান। এছাড়া প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ ব্যাটিং করা তানজীদ তামিম।
শনিবার (১২ আগস্ট) সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন কক্ষে দল ঘোষণা করেন বিসিবির তিন নির্বাচক।
মাহমুদউল্লাহ ও সৌম্য সরকারের দলে না থাকার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, নির্বাচকদের সঙ্গে আলোচনা করে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তবে সৌম্যের এশিয়া কপে রাখার বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি।
এশিয়া কাপের বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।