কিংবদন্তি গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার গতকাল (৪ সেপ্টেম্বর) মারা গেছেন। আজ (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় তাকে নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। পরবর্তী সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা জানান।
গতকাল রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল গাজী মাজহারুল আনোয়ারের মৃতদেহ। তার মেয়ে দিঠি আনোয়ারের জন্য অপেক্ষার আজ ‘সম্মিলিত সাংস্কৃতিক জোটে’র উদ্যোগে শহীদ মিনারে প্রয়াত কিংবদন্তিকে আনা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেয়া হয় বিএফডিসির প্রাঙ্গণে। সেখানে বাদ জোহর গাজী মাজহারুলের প্রথম জানানজা পড়ানো হয়। এতে দীর্ঘদিনের সহকর্মী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
গাজী মাজহারুল আনোয়ারের দ্বিতীয় জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে গুলশানের আজাদ মসজিদে। জানা যায়, এরপর তাকে বনানী কবরস্থানে মা খোদেজা বেগমের কবরের পাশে সমাহিত করা হবে।
এর আগে রবিবার (৪ সেপ্টেম্বর) অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৬টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় গাজী মাজহারুল আনোয়ারকে। এরপর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার এদেশের সিনেমা ইন্ডাস্ট্রির পথিকৃৎ। প্রায় ২০ হাজারের মতো গান লিখেছেন তিনি। বিবিসি বাংলার জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান পেয়েছে তার লেখা তিনটি গান। এই কিংবদন্তির ছিল একাধিক প্রতিভা। শুধু গান লেখা নয়, তিনি একাধারে একজন সফল সুরকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
পাঁচবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ পেয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। ২০০২ সালে গাজী মাজহারুল আনোয়ার ‘একুশে পদক’ পান। ২০২১ সালে সংস্কৃতিতে অর্জন করেন ‘স্বাধীনতা পুরস্কার’। এছাড়াও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ পান এই কিংবদন্তি।