ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে এ বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভটি সালাম হল থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মেষ হয। এ সময় একে একে অন্যান্য হলের শিক্ষার্থীরাও যোগ মিছিলে । একপর্যায়ে নারী শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের নানা স্লোগানে প্রকম্পিত হয় ক্যাম্পাস।
তাঁদের স্লোগান ছিল—“একশন টু একশন, ডাইরেক্ট একশন”,“আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই”,“আমার ভাই মরলো কেন, তারেক রহমান জবাব দে” ইত্যাদি।
বিক্ষোভে বক্তব্য রাখেন নোবিপ্রবির শিক্ষা বিভাগের শিক্ষার্থী মুজতাবা ফয়সাল নাইম। তিনি বলেন, ‘দেশের ছাত্রজনতা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের আন্দোলনে রাজপথে নেমেছিল, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সম্পূর্ণ বিপরীত কাজ করে চলেছে। মিটফোর্ডে যুবদল নেতার এই বর্বর হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।’
সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, ‘যেভাবে পাথর ছুড়ে এক নিরীহ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। এটা আইয়ামে জাহিলিয়াতের মতো। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা প্রত্যেকেই সন্ত্রাসী। নতুন বাংলাদেশ সন্ত্রাস ও চাঁদাবাজির নয়, এটি ইনসাফের বাংলাদেশ। আমরা এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।’
শিক্ষার্থীরা বলেন, মিটফোর্ডের এই হত্যাকাণ্ড শুধু একটি ঘটনা নয়, এটি দেশের বিভিন্ন প্রান্তে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসেরই প্রতিফলন। তাঁরা এর তীব্র প্রতিবাদ জানান এবং বিচার দাবি করেন।