শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বান্দরবানে আহত ইউপি সদস্য

১৮ জানুয়ারি, ২০২৫, ০৩:০৪ অপরাহ্ণ

সীমান্তের ওপারে মিয়ানমারে সংঘাত তীব্র হচ্ছে। বান্দরবানের নাইক্ষ‌্যংছ‌ড়িতে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশে ছাবের আহমেদ (৪৫) নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন।

জামছড়ি বিওপিতে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকাল ৫টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ছাবের আহমেদ নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

আহত ছাবের আহমেদ জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে অগণিত মর্টার ও আর্টিলারি বোমা বিস্ফোরণ হয়েছে। এসব গোলার আওয়াজে এপারে যেন ভূমিকম্প সৃষ্টি হচ্ছিল। রোববার (১০ মার্চ) রাত থেকে অনবরত গোলাগুলি ও মর্টারশেলের আওয়াজে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানান এ ইউপি সদস্য।

এর আগে মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য সোমবার দুপুরে বাংলাদেশে আশ্রয় নেয়।

বি‌জি‌বির এক কর্মকর্তা জানান, তা‌দেরকে প্রথমে জামছড়ি বিওপি বিজিবি ক্যাম্পের নিচে রাখা হয়। পরে সেখান থেকে তাদের নিরস্ত্র করে ১১ বিজিবি ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন বলেন,মিয়ানমারের গোলাগুলিতে ওয়ার্ড ইউপি সদস্য ছাবের আহমেদ আহত হয়েছেন। তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে এর আগেও দেশটির সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর ৩৩০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন।
উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়। 

spot_img

সর্বশেষ

আরও সংবাদ