১৮ জানুয়ারি, ২০২৫

মিরপুরে আরেকদফায় উত্তেজনা

১৮ জানুয়ারি, ২০২৫

শ্রমিকদের আন্দোলনে আবারও অবরুদ্ধ মিরপুর এলাকা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা।

শনিবার (১১ নভেম্বর) বেলা ২টায় মিরপুর ১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকশ শ্রমিক।

বিক্ষোভে অংশ নেওয়া গার্মেন্ট শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

এ বিষয়ে বিক্ষোভরত শ্রমিকদের ভাষ্য, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না।

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সেজন্য আশপাশে পুলিশের বিপুল সদস্য উপস্থিত রয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিকাল সাড়ে ৩টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছেন। 

কাফরুল থানার ওসি ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিকরা রাস্তায় নেমেছে। পরে কথা বলব।

এর আগে শ্রমিকদের বিক্ষোভের মুখে শতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

spot_img

সর্বশেষ

আরও সংবাদ