রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ চলছে। এসময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, গাবতলী থেকে মিরপুর বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রায়টি গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ছাত্র দল ও বিএনপির নেতাকর্মীরা তা প্রতিহত করতে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিকারীরা।
একজন বিএনপি কর্মী জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের মিছিলকে ভুয়া বলে। আমরা তাতে কিছু করিনি। কিন্তু তারা অস্ত্র নিয়ে আমাদের দিকে অতর্কিতভাবে হামলা চালায়। এরপর আমরা প্রতিহত করার চেষ্টা করি। আমাদের ওপর বাঙলা কলেজের ক্যাম্পাসের ভিতর থেকে বৃষ্টির মতো ইট ছুঁড়তে থাকে।
সরেজমিনে দেখা যায়, সংঘর্ষ চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে কলেজের গেট আটকে দেয়। তারা দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে।
এ ঘটনায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।