মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

মির্জা আব্বাসের রায় আজ

-বিজ্ঞাপণ-spot_img

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণার জন্য আজ (১২ ডিসেম্বর) দিন ধার্য রয়েছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত এ রায় ঘোষণা করবেন।

এর আগে ২২ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য গত ৩০ নভেম্বর দিন ধার্য করেন আদালত। তবে ওইদিন রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায় ঘোষণার জন্য নতুন এদিন ধার্য করেন।

এর আগে গত ৩১ অক্টোবর মির্জা আব্বাসের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ওইদিন এ মামলার সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল। তবে মির্জা আব্বাস ও সাফাই সাক্ষীরা আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে মির্জা আব্বাসের জামিন বাতিল করে যুক্তি উপস্থাপনের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেন।

পরে ২ নভেম্বর অন্য মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে থাকাবস্থায় মির্জা আব্বাসকে রাজধানীর শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আখন্দ এ মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামি মির্জা আব্বাসের উপস্থিতিতে যুক্তি উপস্থাপনের জন্য ও তার গ্রেপ্তার দেখাতে করা আবেদনের বিষয়ে আদেশের জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেন। ওইদিন মির্জা আব্বাসকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।

জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে আসামি করে মামলা করেন।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম জিসান। তিনি...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই জাইদুল ও বাবা তরিকুল ১৫ দিন জেল খেটেছেন। স্বামী মমিন...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় মামলা ও গ্রেপ্তার আতংর্কে প্রায়...

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হত্যাযজ্ঞের মধ্যেই এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আগামী সেপ্টেম্বর মাসেই এই স্বীকৃতি দেবে দেশটি।অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী অ্যান্থনি...

সম্পর্কিত নিউজ

শিক্ষার্থীরা আস্থা রাখলে ডাকসু ভিপি পদে প্রার্থী হবো: ছাত্রদল নেতা মুমিনুল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ...

ভাবির সঙ্গে স্বামীর পরকীয়া ফাঁসের পর ৫ সন্তান নিয়ে অসহায় ভাই-বোন, স্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

আপন ভাই-বোন নারগিস ও জাইদুল। স্বামীর করা মামলায় পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী নারগিস। তার ভাই...

মুরাদনগরে ট্রিপল মার্ডার; উপদেষ্টার পরিবারকে মিথ্যা অপবাদে জাড়ানোর প্রতিবাদে নারীসমাজের মানববন্ধন

কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদক সংশ্লিষ্টাতার অভিযোগে গণপিটুনি দিয়ে একই পরিবারের মা,...