বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, উনি আজকাল বক্তৃতায় বলে বেড়ান দেশ নাকি পাকিস্তান আমলেই ভালো ছিল। হায়রে মির্জা ফখরুল সাহেব এতোই যদি পাকিস্তানপ্রীতি হয় তাহলে আর দেরি কেনো আজই পাকিস্তানে চলে যান।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় তিনি এমনটা জানান।
আ ক ম মোজাম্মেল হক বলেন, ওরা (মির্জা ফখরুল সাহেবরা) বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে তা সম্ভব না হওয়ায় তাদের এতো মনঃকষ্ট। আজ শেখ হাসিনার নেতৃত্বে দেশে বড় বড় প্রকল্প হওয়ায়, তাদের মনঃকষ্ট, মনোজ্বালা আরও বেড়ে গিয়ে তারা এখন বেসামাল হয়ে পড়েছে।
তিনি বলেন, আপনি এতিমের টাকা মেরে খেয়েছেন। আবার ক্ষমতায় গেলে ১৬ কোটি মানুষের হক নষ্ট করবেন না তার কী গ্যারান্টি আছে?
বিএনপি-জামায়াত নানাভাবে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করেছে উল্লেখ করে তিনি বলেন, তারা লেবাস পাল্টে ছদ্মবেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে অনুপ্রবেশ করে সরকারের ভাবমূর্তি বিনষ্ট ও সরকারকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এর মোকাবিলা করতে হবে।
আজ শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের ১৬ কোটি মানুষ নিরাপদে আছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক, পুঠিয়া-দূর্গাপুর আসনের সংসদ সদস্য ডা. মুনছুর রহমান, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মণ্ডল ও অন্যান্য।