অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মিসরের গিজা শহরের একটি চার্চে। এতে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৫৫ জন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গেছে।
রবিবার(১৪ আগস্ট) আগুনের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স দুটি সূত্রের বরাতে জানিয়েছে, মিসরের গিজার ইমবাবা এলাকাস্থ খ্রিস্টান ধর্মের কপটিক আবু সিফিন নামের ওই চার্চে প্রার্থনার জন্য প্রায় পাঁচ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। হঠাৎ বৈদ্যুতিক আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
রয়টার্সকে তারা জানিয়েছে, আগুনের পরপরই চার্চের প্রবেশপথ বন্ধ হয়ে যায়। এতে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। নিহতদের অধিকাংশই শিশু।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কায়রোর কাছে গিজা শহরে এক চার্চে আগুনে ‘বেশ কয়েকজন’ লোক নিহত হয়েছে।