বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

মুক্তিপণের দাবিতে হত্যাকাণ্ড, দুইজনকে আটক করলো র‌্যাব

-বিজ্ঞাপণ-spot_img

আব্দুল্লাহ আল আলীম, দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লা জেলার দেবিদ্বারে মুক্তিপণের দাবিকৃত টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে খুনের ঘটনায় দুইজনকে আটক করেছে র‍্যাব।

গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দেবিদ্বার বাগুর বাসস্ট্যান্ড ও কুমিল্লার বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম লিমন (৩০) ও সবুজ সরকারকে (২৭) গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, নিহত মুসা আলী শ্বশুর বাড়ি তুলাগাঁও এলাকায় প্রায় আসা-যাওয়া করতেন। এরই সূত্র ধরে আসামিদের সঙ্গে মুসা আলীর পরিচয় হয়। আসামিরা পরিকল্পিতভাবে মুসাকে অপহরণ করে তার স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী দাবি করা টাকার বদলে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা আসামিদের দেয়।

র‍্যাব কর্মকর্তা জানান, চাহিদা অনুসারে টাকা না পেয়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের পায়ে, হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া জানান, র‌্যাবের অভিযানে আটক ২ আসামীকে এখনও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়নি। যেহেতু র‌্যাব সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেহেতু রাতে আটক আসামীদের হস্তান্তর করতে পারে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি কক্সবাজারের ব্যবসায়ী মো.মুসা আলী (৪০) কুমিল্লা দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাও গ্রামে শশুর বাড়িতে বেড়াতে আসেন। রাতেই আসামীরা মোবাইল ফোনে ঢেকে নিয়ে তাকে অপহরণ করেন এবং মুক্তিপন হিসেবে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করা হয় ভিকটিমের স্ত্রী রাজিয়া বেগমের নিকট।

ভিকটিমের স্ত্রী দাবীকৃত ১০ লক্ষ টাকার পরিবর্তে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা অপহরণকারীদের প্রদান করেন। এরই প্রেক্ষিতে অপহরণকারীরা দাবীকৃত অর্থ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে ভিকটিমের পায়ে, হাতে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করে দেবিদ্বার উপজেলা পশ্চিম বাগুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত মুসা আলীকে উদ্ধার করে বাগুর মেডিনোভা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. মুসা আলী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নাজিরপাড়া গ্রামের হাজী মৃত মাজেদ আলীর ছেলে।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

চলমান সংস্কারে দৃঢ় সমর্থন জানিয়ে ড.ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুঁতেরা। চিঠিতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন...

গফরগাঁওয়ে ছাত্রলীগ নেতার বাসা থেকে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌথ বাহিনী একটি অভিযানে নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে জব্দ করা হয়েছে ভারতীয় এনআইডি কার্ড,...

‘মডেল মসজিদ চুরির উৎস, ১টি তৈরিতে খরচ ১৬ কোটি টাকা,পাড়ার কমিটি হলে ৩ কোটিতে হয়ে যেত’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতি যে হারে পুনরুদ্ধার হয়েছে, তা একটি 'মিরাকল'। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব...

নাগরিকত্ব পেতে আমেরিকায় চালু হচ্ছে ‘গোল্ড কার্ড’!

অভিবাসন নীতিতে বড় ধরণের পরিবর্তন আনতে যাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন এ নীতির কথা ঘোষণা করেন। এবার আমেরিকার নাগরিকত্ব পেতে হলে গুনতে...

সম্পর্কিত নিউজ

চলমান সংস্কারে দৃঢ় সমর্থন জানিয়ে ড.ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুঁতেরা।...

গফরগাঁওয়ে ছাত্রলীগ নেতার বাসা থেকে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে যৌথ বাহিনী একটি অভিযানে নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার...

‘মডেল মসজিদ চুরির উৎস, ১টি তৈরিতে খরচ ১৬ কোটি টাকা,পাড়ার কমিটি হলে ৩ কোটিতে হয়ে যেত’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ছয় মাসে বাংলাদেশের অর্থনীতি যে হারে...
Enable Notifications OK No thanks