২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের এসেছে বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি একটি বিজয়ী জাতি হিসেবে বিশ্বমঞ্চে নিজের অবস্থানের স্বীকৃতি পায়। আজ ১ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের সেই বিজয়কে উদযাপনের মাস। ঐতিহাসিক সশস্র সংগ্রামের মধ্য দিয়ে শত শত বছর ধরে চলতে থাকা শোষণ থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এ মাসেই মুক্তি লাভ করে বাঙালি জাতি।
বাংলা ভাষা মাতৃভাষা করার দাবি থেকে শুরু করে বাঙালি সংস্কৃতির ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বিজয়ের মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা পায় এ মাসে।
ডিসেম্বরের শুরু থেকে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ এবং যৌথ বাহিনীর জল, স্থল আর আকাশপথে জোরালো আক্রমণের মুখে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়।
মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে নিয়ে মাসটি নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করবে দেশের সব শ্রেণি-পেশার মানুষ।