বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

মুছে গেছে শেখ মুজিবের ম্যুরাল, দৃশ্যমান হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনের খোলা জায়গায় দ্রুতগতিতে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। আজ (১৭ জুলাই) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেখানে পুরোদমে চলছে নির্মাণকাজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ২০ জুলাইয়ের মধ্যেই নির্মাণ শেষ করে ৫ আগস্ট স্মৃতিস্তম্ভটি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করা হবে।

স্মৃতিস্তম্ভটি নির্মিত হচ্ছে সেই স্থানেই, যেখানে আগে রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে নির্মাণ করা হয়েছিল বঙ্গবন্ধুর একটি বিশাল ম্যুরাল। ৫৮ ফুট উচ্চতা ও ৪০ ফুট প্রস্থের সেই ম্যুরালের দু’পাশে প্রায় ৭০০ বর্গফুট এলাকাজুড়ে টেরাকোটায় ফুটিয়ে তোলা হয়েছিল গ্রামবাংলার ঐতিহ্য, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস।

তবে গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর সেই ম্যুরালটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়, যদিও বাকি অংশ এখনো অক্ষত রয়েছে।

রাজশাহী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলাতেই ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। রাজশাহীতে স্মৃতিস্তম্ভটির উচ্চতা নির্ধারণ করা হয়েছে ১৮ ফুট এবং নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ লাখ টাকা।

তিনি আরও জানান, স্মৃতিস্তম্ভে রাজশাহীর গেজেটভুক্ত পাঁচজন শহীদের নাম এবং ১৯ জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের জনপ্রিয় স্লোগানগুলো স্থান পাবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও সদ্যঘোষিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. নাহিদুল ইসলাম সাজু। তিনি বলেন, “এই জায়গাটি প্রধান সড়কের পাশে হওয়ায় সহজেই সবার নজরে আসবে। তাই সবাই এই স্থানকেই উপযুক্ত মনে করেছেন। যদিও স্থানটি কিছুটা বিতর্কিত, তবু সময়ের সীমাবদ্ধতার কারণে আপাতত এখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ হচ্ছে। ভবিষ্যতে বঙ্গবন্ধুর ম্যুরালটি সম্পূর্ণভাবে অপসারণের কথাও ভাবা হচ্ছে।”

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “জুলাই আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে পরামর্শ করেই জায়গাটি নির্ধারণ করা হয়েছে। আমরা বিকল্প জায়গাগুলোর পর্যালোচনাও করেছি, তবে সর্বসম্মতভাবেই এই স্থানকে চূড়ান্ত করা হয়েছে।”

সজল মাহমুদ

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

এনসিপিকে যে পরামর্শ দিলেন বিএনপির সালাহউদ্দিন আহমদ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে বর্ণনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।তিনি এসময় এনসিপির নেতাকর্মীদের প্রতি...

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে কী বলছে ভারত?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অস্থির ছিল পুরো গোপালগঞ্জ। বর্তমানে সেখানে চলছে...

কুবির প্রধান ফটকে বঙ্গবন্ধুর পোড়ামাটির ফলক ভাঙা, জানে না প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের দক্ষিণ পাশে নির্মিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর ফলক সংবলিত পোড়ামাটির ফলক থেকে শেখ মুজিবুর রহমানের ফলকটি ভাঙা হচ্ছে। তবে...

উপজেলা আওয়ামী সভাপতির সম্পত্তি যখন ৫ কোটি টাকার বেশি!

জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার (১৭ জুলাই)...

সম্পর্কিত নিউজ

এনসিপিকে যে পরামর্শ দিলেন বিএনপির সালাহউদ্দিন আহমদ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে বর্ণনা করেছেন...

গোপালগঞ্জের সহিংসতা নিয়ে কী বলছে ভারত?

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও...

কুবির প্রধান ফটকে বঙ্গবন্ধুর পোড়ামাটির ফলক ভাঙা, জানে না প্রশাসন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের দক্ষিণ পাশে নির্মিত মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধুর ফলক সংবলিত...