ক্রিকেট আসরে বাংলাদেশের ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
রবিবার (৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
মুশফিকের টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর মাহমুদুল্লাহ সহ বেশ কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান। মাহমুদুল্লাহ,তাসকিন, আফিফ, সোহানের পর এবার মুশফিককে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল খান।
তামিম তার ফেসবুক ভ্যারিফায়েড পেজে মুশফিকের সাথে তার একটি ছবি শেয়ার করে লিখেন, অভিনন্দন মুশফিক!
১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার…
তামিম আরও জানান, টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!
আন্তর্জাতিক টি-২০ আসরে মুশফিক ১০২টি ম্যাচের গড় ১৯.২৩ এবং রান করেছেন ১ হাজার পাঁচশ। তার স্ট্রাইক রেট ১১৪.৯৪।