টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচ সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে গ্লানিকর হারের সঙ্গে সিরিজ হেরে অনেকটাই কোনঠাসা বাংলাদেশ। তৃতীয় ম্যাচে কিছুটা যেন ঘুরে দাঁড়াতে চাইছে টাইগাররা। তাই ১০৪ রানেই ইনিংস থামিয়ে দেয় স্বাগতিকদের।
মান বাঁচানোর ম্যাচে মুস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের সেরা বোলিংটাই আজ উপহার দিলেন তার ভক্তদের। পাওয়ারপ্লের শেষ ওভার থেকেই মূলত বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর শুরু। ৬ষ্ঠ ওভারে এসে শায়ান জাহাঙ্গীরের উইকেট পেয়েছিলেন ফিজ। সেইসঙ্গে ছিল মেইডেন।
মূল একাদশের চারজনকে ছাড়া খেলতে নামা যুক্তরাষ্ট্র খাবি খেয়েছিল সেই ওভার থেকেই। রানের গতি এরপর কমেছে স্বাগতিকদের। বাংলাদেশও সুযোগ বুঝে চেপে ধরে তাদের।
একপর্যায়ে যুক্তরাষ্ট্রের দলীয় সংগ্রহ ১০০ পার হবে তা নিয়েই শঙ্কা ছিল। তবে তানজিম সাকিবের ১৭তম ওভারে এসেছে ১৩ রান। সেটাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্কোর নিয়ে যায় ১০৪ পর্যন্ত। এতে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ১০৫ রানের।