দক্ষিণ মেক্সিকো রাজ্যের গুয়েরেরোর পাহাড়ে একটি মাদক চক্রের গুলিতে মেয়র ও তার বাবাসহ ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বাসিন্দারা নিহতদের দাফন করা শুরু করছে।
জানা গেছে, নিজেদেরকে টেকুইলেরোস গ্যাং হিসেবে পরিচয় দেয়া একটি মাদক চক্র এই গুলি চালানোর দায় স্বীকার করে।
গুয়েরেরো রাজ্য নিরাপত্তা পরিষদ বলেছে যে বুধবার বন্দুকধারীরা সান মিগুয়েল টোটোলাপান গ্রামের টাউন হলে প্রবেশ করে। মেয়র তখন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, সেসময় সেখানে গুলি চালায় দুর্বৃত্তরা।
নিহতদের মধ্যে মেয়র কনরাডো মেন্ডোজা এবং তার বাবা শহরের সাবেক মেয়র হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টা ছিলেন। নিহতদের অধিকাংশই স্থানীয় কর্মকর্তা বলে ধারণা করা হচ্ছে।
সেই সময়ে শিশুদের মেলায় ঘেরা টাউন হলের দেয়ালগুলোও বুলেটে ছেয়ে গিয়েছিল।
তবে বাসিন্দারা জানিয়েছেন যে হামলায় কয়েক ব্লক দূরে মেয়র নিহত হয়েছেন।
টোটোলাপান ভৌগোলিকভাবে বিশাল তবে কম জনবসতিপূর্ণ পাহাড়ী জনপদ টিয়েরা ক্যালিয়েন্ট নামে পরিচিত। যেটি মেক্সিকোর সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকাগুলোর মধ্যে একটি।
মেক্সিকোর জননিরাপত্তা বিষয়ক সহকারী সেক্রেটারি রিকার্ডো মেজিয়া বলেছেন, টেকুইলেরোস এই অঞ্চলে ফ্যামিলিয়া মিচোয়াকানা গ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করছে এবং ভিডিওটির সত্যতা (হামলার দাবি করার ব্যাপারটি) যাচাই করা হচ্ছে।
মেজিয়া বলেন, ‘অপরাধী চক্রের মধ্যে বিরোধের প্রেক্ষাপটে এই কাজটি ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘টেকুইলেরোস নামে পরিচিত একটি দল কিছু সময়ের জন্য এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেছিল; এটি এমন একটি গোষ্ঠী ছিল যারা মূলত আফিম পাচার ও বিক্রি করত। তারা এই অঞ্চলে অপহরণ, চাঁদাবাজি এবং বেশ কয়েকটি হত্যাকাণ্ডেও জড়িত ছিল।’
টোটোলাপান বছরের পর বছর ধরে ড্রাগ গ্যাং বস রায়বেল জ্যাকোবো দে আলমন্টের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। যা তার ডাকনামে ‘এল টেকিলেরো’ (‘দ্য টেকিলা ড্রিংকার’) নামে পরিচিত।
এছাড়াও বুধবার, প্রতিবেশি রাজ্য মোরেলোসে মেক্সিকো সিটির দক্ষিণে কুয়ের্নাভাকা শহরে একজন রাষ্ট্রীয় আইনপ্রণেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।