রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মেট্রোরেল নবীনগর পর্যন্ত বাড়ানোসহ জাবিতে স্টেশন স্থাপনের দাবি জানালো ছাত্র শিবির

জাবি প্রতিনিধি
-বিজ্ঞাপণ-spot_img

মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামনে একটি স্টেশন স্থাপন করার দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে জাবি শাখা ছাত্রশিবির।

রোববার (২৩ মার্চ) দুপুর দুইটার দিকে এ স্বারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ‘ফ্যাসিবাদী কাঠামোর বিলোপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাভারের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলন অব্যাহত রেখেছিল। আন্দোলনে যেমন জীবন দিয়েছে এ অঞ্চলের মানুষ তেমনি আহত হয়েছে জাবি শিক্ষার্থীরা। সাভার-ঢাকার সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের দূরত্ব কম হলেও দীর্ঘ যানজট ও অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে চাকরিসহ নানামুখী প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এ অঞ্চলের মানুষ।

এতে আরো বলা হয়, মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে হেমায়েতপুর হতে ভাটারা পর্যন্ত পাতাল ও উড়াল সমন্বয়ে ২০ কিলোমিটার দীর্ঘ (পাতাল ১৩.৫০ এবং উড়াল ৬.৫০ কিলোমিটার) মেট্রোরেল লাইন নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের এ সমস্যার সহজ সমাধান হতে পারে মেট্রোরেলের চলমান প্রকল্পের সাউদার্ন রুট-৫ পূর্বমুখী স্টেশন হেমায়েতপুরের স্থলে নবীনগর পর্যন্ত করা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপন করা। এতে অত্র অঞ্চলের কয়েক লাখ লোকের পাশাপাশি মেট্রো-সুবিধা পাবেন জাবির ১৫ হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী।

এছাড়া সাভার পৌরসভাসহ এতে আশুলিয়া অঞ্চলের বহু মানুষ এ সুবিধার ফসল ঘরে তুলতে পারবে।

এ বিষয়ে জাবি শাখা ছাত্র শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, বর্তমানে মেট্রোরেলের সাউদার্ন রুট হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত নির্ধারিত হলেও, এটি নবীনগর পর্যন্ত সম্প্রসারিত হলে বিশ্ববিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি আশপাশের কয়েক লাখ মানুষ সরাসরি মেট্রোরেল সুবিধা পাবে। এতে ঢাকা ও আশপাশের এলাকার সঙ্গে সহজ ও দ্রুত সংযোগ স্থাপন সম্ভব হবে। ২০২৮ সালের মধ্যে এমআরটি লাইন-৫-এর কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তাই নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্টেশন স্থাপনের বিষয়টি এখনই বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাই শিবিরের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।

তিনি আরো বলেন, স্মারকলিপি প্রদানকালে মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ এই চাওয়াটা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয় মনে করেছেন এবং পরবর্তী মিটিংয়েই মেট্রোরেলের বর্ধিতকরণের ব্যাপারটি উত্থাপন করবেন বলে জানিয়েছেন শিবির সভাপতি।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

চট্টগ্রামে প্রাইভেটকার থামিয়ে গুলি করে ২ জনকে হত্যা

চট্টগ্রামে একটি প্রাইভেটকারকে ধাওয়া করার পর থামিয়ে গুলি করে দুই জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার ভোরে নগরীর চকবাজার চন্দনপুরা...

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায়  আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে বিমানটিতে ঠিক কতোজন আরোহী ছিলেন তা  নিশ্চিত হওয়া যায়নি। বিবিসির রোববারের...

গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। দুইদিন আগে তারা মিশর এবং কাতারের পক্ষ থেকে পাওয়া একটি নতুন প্রস্তাব গ্রহণ করেছে।...

আ. লীগের নেতারা পুকুর চুরি করে নাই, সাগর চুরি করেছে: বিএনপি নেতা খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়নাই তারা বট গাছ হয়ে গিয়েছিলো। তারা পুকুর চুরি করে নাই, সাগর...

সম্পর্কিত নিউজ

চট্টগ্রামে প্রাইভেটকার থামিয়ে গুলি করে ২ জনকে হত্যা

চট্টগ্রামে একটি প্রাইভেটকারকে ধাওয়া করার পর থামিয়ে গুলি করে দুই জনকে হত্যা করা হয়েছে।...

যুক্তরাষ্ট্রে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ

যুক্তরাষ্ট্রে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবারের এই দুর্ঘটনায়  আরোহীদের সবাই নিহত হয়েছেন। তবে...

গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে। দুইদিন আগে তারা মিশর...