বৃহস্পতিবার রাতে সৌদি আরবে মেসি-রোনালদোর জমজমাট লড়াই দেখল ফুটবল বিশ্ব। বাস্তবতার নিরিখে ফুটবল মাঠে এটিই হয়ত মেসি-রোনালদোর শেষ লড়াই। দুই সৌদি ক্লাব আল হিলাল ও আল নাসর এক হয়ে খেলেছে ইউরোপের জায়ান্ট পিএসজির বিপক্ষে। আল হিলাল ও আল নাসরের সম্মিলিত রিয়াদ অল স্টারের নেতৃত্বে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
অবশ্য নিজের দলকে জেতাতে পারেননি সিআরসেভেন। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়াদ অল স্টারকে ৫-৪ গোলে হারিয়েছে মেসির পিএসজি।
দল হারলেও দুই গোল করে ম্যাচসেরা হয়েছেন রোনালদো। তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি করেছেন এক গোল। এ যেন দুজনের পরিণত যৌবনেরই প্রতিচ্ছবি। একসময় লা লিগায় নিয়মিত দেখা হয়েছে সর্বকালের অন্যতম সেরা এই দুই তারকার। স্কোরশিটেও নিয়মিত ছিলেন দুইজন।
রোনালদোদের জালে বল পাঠিয়েছেন আরেক তারকা কিলিয়ান এমবাপ্পেও। নেইমার অবশ্য ব্যর্থ হয়েছেন। পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি এই ব্রাজিলীয়। স্কোরশিটে ছিলেন রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ সার্জিও রামোস। রোনালদোর সাথে মাদ্রিদে ৯ বছর ছিলেন এই স্প্যানিশ। একইদিন আরেক মাদ্রিদ সতীর্থ কেইলার নাভাসের সাথেও দেখা হয়েছে পর্তুগিজ তারকার।
এতসব প্রাপ্তির ম্যাচে নিজের উচ্ছ্বাসটুকুও লুকোতে পারেননি তিনি। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছেন রোনালদো। ক্যাপশনে লিখেছেন, ‘মাঠে ফিরতে পেরে খুব খুশি এবং স্কোরশিটে নাম লেখাতে পেরেও। কিছু পুরনো বন্ধুকে দেখে ভালো লাগল।’