27 C
Dhaka
Friday, November 15, 2024

মেসির সেই গোলের বৈধতা নিয়ে যা বললেন ফাইনালের রেফারি

- Advertisement -

ফাইনালে লিওনেল মেসির দ্বিতীয় গোলের মুহূর্তে আর্জেন্টিনার দুই বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিলেন—এমন অভিযোগে গোলটি বাতিলযোগ্য বলে দাবি উঠেছে ফরাসি সংবাদমাধ্যমে।

ওই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ার পর আর্জেন্টিনার জয় নিয়েই প্রশ্ন তুলেছেন ফরাসি সমর্থকদের অনেকে। এরই মধ্যে রেফারি সিমন মার্চিনিয়াকের ম্যাচ পরিচালনায় ভুল ছিল দাবি করে আবার ম্যাচ আয়োজনে অনলাইনে পিটিশনে স্বাক্ষর গ্রহণও চলছে।

তবে আর্জেন্টিনা–ফ্রান্সের ফাইনাল পরিচালনা করা মার্চিনিয়াক মেসির গোলটিতে সমস্যা দেখছেন না। বরং কিলিয়ান এমবাপ্পের গোলের সময় ফ্রান্সের ৭ জন ফুটবলার মাঠে ঢুকে পড়েছিলেন বলে জানিয়েছেন এই পোলিশ রেফারি।

নিজের দেশ পোল্যান্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্চিনিয়াক।

পোল্যান্ডের ইতিহাসে প্রথম রেফারি হিসেবে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা শেষে মার্চনিয়াক দেশে ফেরেন বুধবার। তাঁকে স্বাগত জানাতে পোল্যান্ডের প্লোক শহরে বিলবোর্ড ও ব্যানার টানানো হয়।

পরদিন শহরের মেয়রের কার্যালয়ে দেওয়া হয় সংবর্ধনা। সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা বলেন ৪১ বছর বয়সী এই রেফারি।

‘গেজেটা ওয়েবোরজা’র খবরে বলা হয়, ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’–এ রেফারিংয়ের ‘ভুল’ ধরিয়ে দেওয়া ও মেসির দ্বিতীয় গোলটি বাতিলযোগ্য দাবির বিষয়ে জিজ্ঞেস করা হয় মার্চিনিয়াককে।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বলব ফরাসি সংবাদমাধ্যমটি বোকার মতো কাজ করেছে। কিছু জিনিস তাদের চোখ এড়িয়ে গেছে। আমাদের কাছে এমন একটি ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে ফ্রান্সের গোলের সময় ওদের সাতজন বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিল।’ এ সময় নিজের মুঠোফোনে ম্যাচের একটি ছবি দেখান তিনি।

এর আগে ফিফার বিধি প্রণয়নের সঙ্গে জড়িত ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) দ্য আথলেটিককে জানায়, গোলের মুহূর্তে কোনো খেলোয়াড় মাঠে ঢুকে পড়লেই গোল বাতিল হয় না। বাতিল হয়, যদি মাঠে ঢুকে পড়া খেলোয়াড় বা কোচিং স্টাফ সদস্য খেলার ভেতর কোনো হস্তক্ষেপ বা প্রভাব রাখে। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে দেওয়া মেসির গোলটির সময় মাঠে ঢুকে পড়া খেলোয়াড়রা ছিলেন অনেক দূরে।

ভিএআর সহযোগীসহ মাঠের তিন রেফারি নিয়ে ম্যাচ পরিচালনা করা মার্চিনিয়াক জানান, ফাইনাল শেষে ফ্রান্স দলের কেউ রেফারিং কোনো অভিযোগ তোলেননি, ‘আমার কাছে খেলোয়াড়দের প্রতিক্রিয়াটাই সবচেয়ে বড়। ম্যাচ শেষে অলিভিয়ের জিরু এসে আমার সঙ্গে হাত মেলাল। উগো লরিস, কিলিয়ান এমবাপ্পেরা হাত মেলাল, ধন্যবাদ দিল। ওদের কেউ রেফারিং নিয়ে কোনো অভিযোগ জানায়নি।’

তবে ফাইনালের পর ম্যাচটির ভিডিও এখনো দেখেননি বলে জানান মার্চিনিয়াক। ম্যাচের কিছু সিদ্ধান্ত ভিন্ন হতে পারত বলেও মনে করেন তিনি, ‘আমাদের পারফরম্যান্সের দিক থেকে ফাইনাল নিখুঁত ছিল না। কিছু ছোটখাটো বিশৃঙ্খলা হয়েছে। তবে আমি আমার মতো করে সামলে নিয়েছি। আমি কাউকে কার্ড দেখাতে চাইনি। যদিও দুটি ঘটনায় কার্ড দেখালে হয়তো ভালোই হতো।’

- Advertisement -
ফেস দ্যা পিপল লাইভ টক শো উইথ সাইফুর সাগর
Video thumbnail
বৈষম্য বিরোধী আন্দোলনের দুই পক্ষের সং'ঘ'র্ষ! আ'হ'ত ৫ নিয়ে এ কী বললেন সমন্বয়ক ইসমাইল সম্রাট?
09:41
Video thumbnail
এই সরকারের উপদেষ্টাদের কাছে এ কী দাবি জানালেন সমন্বয়ক আশিকুর রহমান অভি?
09:25
Video thumbnail
মাইনাস ফর্মুলাতে এগুচ্ছে সরকার? যৌক্তিক সংস্কার ছাড়া নির্বাচন দিলে যে সমস্যার আশংকা! মুন্নি চৌধুরী
11:31
Video thumbnail
যাকে তাকে উপদেষ্টাতে নিয়োগ! ছাত্রদের সংখ্যা উপদেষ্টাতে বাড়াতে না পারা আমাদের সবচেয়ে বড় ভুল! : জিম
13:31
Video thumbnail
কেন এই সরকারের সাথে সমন্বয়হীনতা! কারা উপদেষ্টা হচ্ছে জানে না কেউই! কঠোর মন্তব্য সমন্বয়ক অভির!
09:07
Video thumbnail
ড. ইউনূসের সরকার ব্যর্থ! এই সরকার দেশ চালাতে পারছে না! কেন এতো উত্তেজিত ইসমাইল সম্রাট?
11:53
Video thumbnail
মুখোমুখি মাসুদ অরুন।
26:26
Video thumbnail
মাইনাস ফর্মুলাতে এগুচ্ছে সরকার? দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা?
01:14:18
Video thumbnail
বাংলাদেশের সামনে ম'হা'বি'পদ, যা মোকাবেলার সামর্থ বাংলাদেশের নেই: মেজর জে. ফজলুর রহমান
11:56
Video thumbnail
আমি চাই না এদেশে ই'স'লা'মের নামে রাষ্ট্র ব্যবস্থা চালু হোক! এডঃ ফজলুর রহমান
24:48

সর্বশেষ

আমাদের সাথে সংযুক্ত হোন

1,600,000FansLike
428FollowersFollow
1,270,000SubscribersSubscribe