ইউরোপীয় অধ্যায়ের ইতি টানিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দিচ্ছেন জার্মান তারকা ফুটবলার টমাস মুলার। দুই বছরের চুক্তিতে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে যোগ দিয়েছেন তিনি।
ক্যারিয়ারের পুরোটা সময় কাটিয়েছেন জার্মান ক্লাব বায়ান মিউনিখে। জিতেছেন একাধিকবার সব ধরনের শিরোপাও। তবে ২০২৪-২০২৫ মৌসুম শেষে ৩৫ বছর বয়সী মুলারের সঙ্গে নতুন চুক্তিতে আগ্রহ দেখায়নি বায়ার্ন। এরপর নিজেকে প্রমাণ করতে নেন কঠিন সিদ্ধান্তই। অনুসরণ করেন, লিওনেল মেসি, জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও হুগো লরিসদের পদাঙ্ক।
মুলার শেষবারের মতো বায়ার্নের হয়ে মাঠে নেমেছিলেন ক্লাব বিশ্বকাপে, যেখানে কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন।
বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের মতে, মুলারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার এটাই ছিল উপযুক্ত সময়। যদিও ভবিষ্যতে মুলার অন্য কোনো ভূমিকায় ক্লাবে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। তবে আপাতত নিজের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
এদিকে মাঠে তার দক্ষতা ও ফিটনেস বিবেচনা করলে মুলার এমএলএস বড় ধরনের প্রভাব ফেলবেন বলেই ধারণা করছেন অনেকেই।