রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। এছাড়া, অভিযানে পাঁচ জনকে আটক করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন।
তিনি জানান, যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়েছেন এবং পাঁচ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের কিছু সময় আগে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের লাউতলাতে কয়েকজন শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে এমন খবর পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এর পর যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। দু-তিন মিনিট গুলি বিনিময় চলার পর পাঁচ জন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করতে চাইলে, তারা পরে আত্মসমর্পণ করে। তবে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।