ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদ সংস্থা সিএনএন তাদের এক প্রতিবেদনে এসব তথ্য জানান।
বুধবার (২১ মে) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘আমরা খুনিদের নেতা দাইফ, হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকে নির্মূল করেছি।’
এছাড়া সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত সপ্তাহে সিনওয়ারকে লক্ষ্য করে খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতেল ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৮ জন ফিলিস্তিনি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
যদি সিনওয়ারের হত্যার তথ্য সত্য হয়, তাহলে এটি হবে হামাসের সর্বশেষ কোনও শীর্ষ নেতাকে হত্যার ঘটনা। সিনওয়ার সাবেক হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই। গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় নিহত হন ইয়াহিয়া সিনওয়ার।
সিএনএন জানিয়েছে, তারা মোহাম্মদ সিনওয়ারের নিহতের বিষয় নিশ্চিত হতে হামাসের কাছে মন্তব্য চেয়েছে। তবে এতে তারা কোনও সাড়া পায়নি।