দুর্বৃত্ত হামলায় খুন হলেন যশোর জেলা যুবদলের সহসভাপতি বদিউজ্জামান ধোনি (৫৫)। নিহত বদিউজ্জামান যশোর শহরের শংকরপুর আকবরের মোড় এলাকার বাসিন্দা।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে বদিউজ্জামান ধোনি নিজের বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম ধোনিকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
তবে ঠিক কারা তার ওপর হামলা করেছে তা এখনও জানা যায়নি। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে বদিউজ্জামান বাড়ির সামনে দোকানে বসেছিলেন। এ সময় রিকশায় করে অতর্কিত কয়েকজন সেখানে গিয়ে জামার কলার ধরে টেনে-হিঁচড়ে ধারালো ছুরি দিয়ে কয়েকটি আঘাত করে বদিউজ্জামানকে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
কিছুক্ষণ পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, দুর্বৃত্তদের ছুরির আঘাতে যুবদলের নেতা বদিউজ্জামানের মৃত্যু হয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। দুর্বৃত্তদের আটকের জন্যে পুলিশের কয়েকটি দল মাঠে রয়েছে।