বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

যাত্রীদের বিশৃঙ্খলায় বন্ধ থাকে মেট্রোরেল সেবা

-বিজ্ঞাপণ-spot_img

ইফতারের আগমুহূর্তে বাসায় ফেরার তাড়া থেকেই তাড়াহুড়ো করছিলেন যাত্রীরা। এতে বিশৃঙ্খলার ফলে আবারও বিঘ্নিত হয়েছে মেট্রোরেলের সেবা।

মঙ্গলবার বিকেল ৪টা ৩৮ মিনিট থেকে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। ট্রেন বন্ধ হওয়ায় বৃষ্টির মধ্যে হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহান।

মেট্রো স্টেশন সংশ্লিষ্টরা জানান, কারিগরি ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে কারিগরি ত্রুটি নয় বরং যাত্রীদের বিশৃঙ্খলার কারণে ট্রেন বন্ধ হয়েছিল বলে জানিয়েছেন মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। 

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘সচিবালয় স্টেশনের প্ল্যাটফর্ম-২ এ উত্তরাগামী ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীর ভিড় ছিল। কিছু সংখ্যক যাত্রী ট্রেনে উঠতে প্ল্যাটফর্মের দরজা আটকে দাঁড়ান। তাদের কারণে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছিল না। মেট্রোরেলের ট্রেনের এবং প্ল্যাটফর্মের দরজা স্বয়ংক্রিয়ভাবে তিনবার বন্ধ হওয়ার চেষ্টা করে। মাঝখানে প্রতিবন্ধকতা থাকলে বন্ধ হয় না।’

তিনবারের চেষ্টায় বন্ধ না হলে, দরজা খোলা থাকে। দরজা খোলা থাকলে ট্রেন চলে না। এ কারণেই মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ ছিল’, যোগ করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক।

এ পরিস্থিতির জন্য যাত্রীদের অসচেতনতাকে দায়ী করেছেন এম এ এন ছিদ্দিক।

তিনি জানান, কিছু যাত্রী চেষ্টা করেছেন অন্যদের দরজা থেকে সরাতে। তারা সরেননি। রমজানের কারণে মেট্রোরেল কর্তৃপক্ষ কঠোর হচ্ছে না।

রোজার পর এমন বিশৃঙ্খলা অব্যাহত থাকলে দায়ীদের গ্রেপ্তার করা হবে। এর আগে যেমন ঘুড়ি ওড়ানোর কারণে গ্রেপ্তার করা হয়েছিল।

সচিবালয় স্টেশনে সমস্যার কারণে বাকি ১৬ স্টেশনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। থেমে থাকা ট্রেনগুলোতে হাজার হাজার যাত্রী ছিলেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছেন, ১০-২০ মিনিটের পথ পাড়ি দিতে ট্রেনে বা স্টেশনে আধাঘণ্টা বসে থাকতে হয়েছে।

এদিকে, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় অনেক র‍্যাপিড ও এমআরটি পাসধারীদের বের হওয়ার জন্য মেশিন ‘জিরো ব্যালেন্স’ করে দেওয়া হয়। পাশাপাশি যারা সিঙ্গেল ট্রিপের জন্য টিকেট কেটেছিলেন তাদের টাকা ফিরত দেওয়া হয়।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

ফজলুর পাশে দাঁড়ালেন রনি, বললেন ‘শোকজ নয়, সম্মান দিন’

বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেন্দ্র করে। তার একটি সাম্প্রতিক বক্তব্য ‘উদ্ভট...

চারুকলায় শিবিরের ফেস্টুন ভাঙচুর, দাবি কালচারাল ফ্যাসিস্টের কাজ

ঢাবি প্রতিনিধিকালচারাল ফ্যাসিস্টরা ছাত্রশিবিরের ডাকসু প্রচারণার ফেস্টুন বিকৃত করেছে বলে দাবি করেছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন,...

তৌহিদ আফ্রিদির জন্য দরদ প্রকাশে ক্ষুব্ধ অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী হারানো জুলাই শহীদের স্ত্রী

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সেলিম তালুকদার।ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে...

কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যা, গ্রেফতার দুই 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরশাদিপুর গ্রামে  এক মানসিক ভারসাম্যহীন নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সকালে চরশাদিপুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার...

সম্পর্কিত নিউজ

ফজলুর পাশে দাঁড়ালেন রনি, বললেন ‘শোকজ নয়, সম্মান দিন’

বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর...

চারুকলায় শিবিরের ফেস্টুন ভাঙচুর, দাবি কালচারাল ফ্যাসিস্টের কাজ

ঢাবি প্রতিনিধিকালচারাল ফ্যাসিস্টরা ছাত্রশিবিরের ডাকসু প্রচারণার ফেস্টুন বিকৃত করেছে বলে দাবি করেছেন শিবির সমর্থিত...

তৌহিদ আফ্রিদির জন্য দরদ প্রকাশে ক্ষুব্ধ অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী হারানো জুলাই শহীদের স্ত্রী

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি২০২৪ সালের ১৮ জুলাই। দেশজুড়ে স্বৈরাচারবিরোধী ছাত্র-জনতার আন্দোলন তুঙ্গে। ওইদিন কর্মস্থলে...