এক সময় খুলনা ছিল শান্তিপূর্ণ ও সহজ গতির যাতায়াতের নগরী, কিন্তু গত কয়েক বছরে শহরটি যানজটের নগরীতে পরিণত হয়েছে। পবিত্র রমজান মাসের সমাপনী এবং ঈদুল ফিতরের আগমনের সাথে সাথে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যা নাগরিকদের জন্য বিরাট ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
খুলনা মহানগর বিএনপির নেতারা জানিয়েছেন, শহরের আয়তন ছোট হলেও এখানে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। রমজান মাসের শেষ এবং ঈদুল ফিতরকে সামনে রেখে নগরীতে মানুষের চাপ বেড়েছে। এর পাশাপাশি, সড়ক খোঁড়াখুঁড়ি, ফুটপাতে হকারদের দখল এবং সড়কে চলাচলকারী অবৈধ ইজিবাইকগুলোর কারণে যানজট আরও তীব্র হয়েছে। ফলে নগরবাসী প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন।
বিএনপির নেতারা অভিযোগ করেছেন, খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যেমন গল্লামারী, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, পাওয়ার হাউস মোড়, ডাকবাংলো মোড়, পিকচার প্যালেস মোড়, হাদিস পার্ক মোড়, রয়্যাল মোড়, সাতরাস্তা এবং রূপসা মোড়ের মতো এলাকাগুলোতে প্রায় সময়ই যানজট লেগে থাকে। নিয়মিত ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন, বিশেষ করে অবৈধ ইজিবাইকের কারণে গুরুত্বপূর্ণ মোড়ে যানজট আরও বেড়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে, খুলনা মহানগর বিএনপি’র নেতাদের ট্রাফিক বিভাগের দায়িত্বশীলতা বাড়ানোর এবং নগরীর সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে জনবল বৃদ্ধি ও আরও সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজসহ অন্যান্য নেতারা নগরীর যানজট নিরসনে বিভিন্ন মতামত দিয়েছেন এবং তা দ্রুত সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন।