যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে প্রথম ধাপে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভারতীয় সময় ভোর ৩টায় ২০৫ জন ভারতীয় নাগরিক নিয়ে একটি সামরিক বিমান (সি-১৭) যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছে। এই ফ্লাইটে থাকা সকল যাত্রীকে ভারতের সরকার যাচাই করেছে।
সম্প্রতি মার্কিন প্রশাসন আনুমানিক ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে। পেন্টাগন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে ৫ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হবে। ইতিমধ্যে, সামরিক বিমানগুলো গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে অনেক অভিবাসীকে ফেরত নিয়ে গেছে।
এছাড়া, ভারত এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে প্রায় ১৮ হাজার ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করেছে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ওয়াশিংটন সঠিক পদক্ষেপ গ্রহণ করবে।
এদিকে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বলেছেন, ভারত সব সময়ই বৈধ অভিবাসনকে সমর্থন করে এবং অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত পাঠাতে প্রস্তুত রয়েছে, যদি তারা নিশ্চিত হয়ে থাকে যে, তারা ভারতীয় নাগরিক।