শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা; নিহত ৩

১৮ জানুয়ারি, ২০২৫, ০৭:১১ অপরাহ্ণ

স্কুলে বন্দুক হামলা নিয়ে সমালোচনার রেশ না কাটতেই আবারও একই বিপর্যয়ের মুখে পড়লো মার্কিন যুক্তরাষ্ট্র। এবার মেরিল্যান্ড রাজ্যের স্মিথসবার্গে বৃহস্পতিবার বিকেলে বন্দুক হামলায় তিনজন নিহত ও একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

ওয়াশিংটন কাউন্টি শেরিফ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা জানিয়ে বলা হয়, স্থানীয় সময় বিকেল আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। পরে নিরাপত্তা কর্মীরা সেখান থেকে চারজনকে উদ্ধার করে। তবে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সন্দেহভাজন ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তি ও এক সৈনিকের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ওই সৈন্য আহত হন এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে ধারাবাহিক ভয়াবহ বন্দুক হামলার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ  ঘটনা।

spot_img

সর্বশেষ

আরও সংবাদ