বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং বীর চট্টলার সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, যেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না।
মঙ্গলবার(৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি মুজিববাদী সংবিধান এখনও বহাল রয়েছে। যেই সংবিধান বাংলাদেশের নাগরিকদের অধিকার দিতে পারে নাই, যেই সংবিধান দাঁড়ি টুপি ওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই। যেই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে, সেই সংবিধান বাংলাদেশে থাকতে পারে না।
তিনি বলেন, এই বাংলাদেশের ছাত্র জনতা কখনো বুলেটে ভয় পায় নাই। যেই বাংলাদেশ বুলেটে ভয় পায় নাই, সেই বাংলাদেশকে ষড়যন্ত্র করে রুখে দিতে পারবা না। আমরা যখন ঘর ছেড়েছিলাম, আমরা তখন বলেছিলাম আমরা না-ও ফিরতে পারি। আমাদের ফেরার আর কোনো ইচ্ছা নাই। কিন্তু এই বাংলার জমিনে ফ্যাসিবাদের কবর রচনা করে যাবো ইনশাআল্লাহ।
সমাবেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ক বলেন, আমরা ফ্যাসিবাদের দোসরদের বলে দিতে চাই, আপনাদের জায়গা এই বাংলার মাটিতে আর হবে না। আমরা আর কোনোকিছুতে ভয় করি নাই। ‘দালালি না আজাদি’, ‘আজাদি, আজাদি’।