সোমবার, ২১ জুলাই, ২০২৫

যেসব সংস্কারে সব দল একমত, জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
-বিজ্ঞাপণ-spot_img

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক ছিল আজ মঙ্গলবার। দেশের চলমান সংস্কার কার্যক্রমে সকল রাজনৈতিক দলকে যুক্ত করার প্রয়াসে৷ চলছে এই বৈঠক।

সবশেষ মঙ্গলবারের বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের দু’টি বিষয়ে সব দল একমত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।

তিনি বলেছেন, বিগত দিনের ধারাবাহিকতায় ৭০ অনুচ্ছেদ অনুসারে আমাদের সিদ্ধান্ত হয়েছে। সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে। সে দুইটা বিষয় হলো, আস্থা ভোট ও অর্থবিল। এই দুই বিষয় বাদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশনের দুপুরের বিরতিতে এসব কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আরও কয়েকটি দল তার সঙ্গে সংবিধান সংশোধনী বিল যুক্ত করেছে। আমাদের আরেকটা অবস্থান আছে, আমরা লিখিত প্রস্তাবে দিয়েছিলাম জাতীয় নিরাপত্তার বিষয় (যুদ্ধ পরিস্থিতির মতো বিষয়) থাকলে সে ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না।

তিনি জানান, সিদ্ধান্ত হয়েছে— আস্থা ভোট ও অর্থ বিল জাতীয় সনদে উল্লেখ থাকবে। এখানে সবাই স্বাক্ষর থাকবে। বাকি দুই বিষয়ে সংযুক্ত থাকবে। আমরা দায়িত্বপ্রাপ্ত (ক্ষমতায় গেলে) হলে বাকি দুই বিষয় সেখানে সংযুক্ত করতে পারব।

সংসদীয় স্থায়ী কমিটির বিষয়েও সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, ইস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডার টেকিং কমিটিসহ আরও জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দলপ্রাপ্ত হবেন।’

তিনি আরও জানান, নারীদের সংরক্ষিত ১০০ আসন রাখার বিষয়ে সবাই একমত। এটা নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। সেটা এখনো চলমান।

শেয়ার করুন

সর্বশেষ নিউজ

গাজীপুরে পৃথক স্থানে ছুরিকাঘাতে দুই হত্যা, জেলাজুড়ে চাঞ্চল্য

আজহারুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি গাজীপুরে পৃথক দুই স্থানে ছুরিকাঘাতে আরিফ হোসেন ভূঁইয়া ও রফিকুল ইসলাম নামে দুই ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনা ঘিরে...

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা থেকে সুস্থ হয়ে উঠছেন। রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই তথ্য...

মিরপুরের ধীরগতির উইকেটের কড়া সমালোচনায় পাকিস্তান কোচ ও অধিনায়ক

নিজেদের চেনা মাঠে ফের জ্বলে উঠলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় এসেছে ৭ উইকেটে। তবে ম্যাচ হেরে মিরপুরের উইকেট নিয়েই অসন্তোষ প্রকাশ...

একাত্তরের মতো চব্বিশ নিয়ে যাতে কোন চেতনা ব্যবসা না হয়: সালাহউদ্দিন

ঢাবি প্রতিনিধিবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একাত্তরের চেতনা ব্যবসার মতো চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে যাতে কোন চেতনা ব্যবসা না হয়। যারা নিজেদের একক...

সম্পর্কিত নিউজ

গাজীপুরে পৃথক স্থানে ছুরিকাঘাতে দুই হত্যা, জেলাজুড়ে চাঞ্চল্য

আজহারুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি গাজীপুরে পৃথক দুই স্থানে ছুরিকাঘাতে আরিফ হোসেন ভূঁইয়া ও রফিকুল...

খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

খাদ্যে বিষক্রিয়া আক্রান্ত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে বর্তমানে তিনি শারীরিক এই অবস্থা...

মিরপুরের ধীরগতির উইকেটের কড়া সমালোচনায় পাকিস্তান কোচ ও অধিনায়ক

নিজেদের চেনা মাঠে ফের জ্বলে উঠলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় এসেছে...