আলবেনিয়ার ওপর ইরান সাইবার হামলা চালানোয় দক্ষিণ ইউরোপের মুসলিম প্রধান অধ্যুষিত ও ন্যাটোভুক্ত এ দেশটি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এমনটা জানানো হয়।
বুধবার(৭ সেপ্টেম্বর) আলেবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা দেশটিতে অবস্থিত ইরানের সকল কূটনীতিকদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন।জুলাইয়ে এ সাইবার হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে সেটি তদন্ত করে ইরানে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে একটি ভিডিও বার্তায় বলেছেন, এই মুহূর্তে ইসলামিক রিপাবলিক ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সাইবার হামলার কারণে। এই হামলায় সরকারি পরিসেবাগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছিল।
আলবেনিয়া এমন কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরও এখন পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
ইরানের সঙ্গে আগে থেকেই উত্তেজনামূলক সম্পর্ক ছিল আলবেনিয়ার। ২০১৪ সালে ইরানের নিষিদ্ধ ঘোষিত পিপলস মুজাহিদিন গ্রুপের প্রায় ৩ হাজার সদস্যকে আশ্রয় দিয়েছিল আলবেনিয়া। এরপর তাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
আলবেনিয়ার ন্যাটো মিত্র যুক্তরাষ্ট্রও জানিয়েছে, ১৫ জুলাই ইরান আলবেনিয়ার ওপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছিল।