যে প্রার্থীর এজেন্ট হয়ে ভোটকেন্দ্র বসেছেন তারই নাম জানেন না এজেন্ট। এমনই ঘটনা ঘটেছে নাটোরে। নাটোর ৩ আসনের সিংড়ায় তিনটি কেন্দ্র থেকে এমন ১১ জন ভুয়া এজেন্টকে বের করে দিয়েছে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা।
স্থানীয়দের ভাষ্য ও সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তথ্য এমনটা জানা যায়।
এর মধ্যে ভুয়া এজেন্ট প্রমানিত হওয়ায় একান্নবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে সোনালী আঁশ, কুলা এবং ফুলের মালা প্রতীকের আট জনকে বুথ থেকে বের করে দেওয়া হয়েছে।
এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বিমল চন্দ্র মণ্ডল বলেন, আট জন এজেন্টের মধ্যে তিন জন পুরুষ এবং পাঁচ জন নারী। তারা বিভিন্ন প্রতীকের হয়ে ভোট কেন্দ্রের বুথে ছিলেন। কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা কেউ তাদের প্রতীকের প্রার্থীর নাম বলতে পারেননি।
তিনি বলেন, সেকারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের আটকে রাখা হয়েছে। সিনিয়রদের সঙ্গে কথা বলে এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকেও তিন জন ভুয়া এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।
প্রিসাইডিং অফিসার ড. নুর মোহাম্মদ শেখ বলেন, ‘তারা কুলা প্রতীকের হয়ে ভোট কেন্দ্রে অবস্থান করছেন আবার তাদের নাম নৌকার তালিকাতেও আছে। সে কারণে তাদের ৩ জনকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।’
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খানম জানান, সোনাপুর কেন্দ্র থেকে ৩ জন ভুয়া এজেন্টকে বের করে দিয়েছে প্রিসাইডিং অফিসার। সেখানকার প্রিসাংডিং অফিসারকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে।